You are currently viewing তিনটি কবিতা/ আশীক রহমান

তিনটি কবিতা/ আশীক রহমান

তিনটি কবিতা

আশীক রহমান

বেদনাভারাতুর

কোন তারকার কণা কসমিক স্রোতে
অখিলে ভেসে এসে হয়েছে ফুল!
কোন সে ছায়াপথের নেবুলা বিস্ফারে
নীলিমা জুড়ে ওড়ে লাল শিমুল!
#
মগজের কোষে কোষে বাজে যে সন্তুর,
মহান হাহাকারে সাতটি তারে ;
কোন মহাজাগতিক বেদনাভারাতুর
ব্যথিত-নির্মান-টঙ্কারে!

কুয়াশা

দেখ, চারদিক ঘিরে কুয়াশা কিরকম ঘন হয়ে  আসতেছে
আধাস্বচ্ছ কাঁচের পর্দার মত; গাছপালা, তুমি, তোমরা, সে,
তারা…সব, সবাই-ই কিরকম দূরে দূরে মনে হয়,
কিরকম সব অচেনা অচেনা মনে হয়!

মনে হয়, এ পৃথিবী নয়, অন্য কোনও তারকার গ্রহ,
আমরাও মানুষ নই, গাছেরাও গাছ নয়,
কেউই কেউ নয়। মনে হয় গাছেরা মাটিতে নাই;
ভাসতেছে শূন্যে, মানুষের পা-টা নাই;
ভেসে ভেসে চলে, ভেসে ভেসে থাকে,সবকিছু ভাসা ভাসা!

কুয়াশা ভেদ করে আসা ঘোলা জোসনা
কি অবাস্তব লাগে, ভৌতিক লাগে, অতিবাস্তব লাগে!
মনে হয়, ঘনতর হয়ে হয়ে এই কুয়াশা জমাট বরফ হয়ে যাবে;
আমি, তুমি, সে, আমরা, তোমরা ও তারা,
গাছপালা, সোনালী-রূপালী সব, সবকিছু,
সবাই আধাস্বচ্ছ স্ফটিকের ভেতরে জমে
অদ্ভুত জীবাষ্ম হয়ে থেকে যাব!

 

জাদু-টোনা
——–
এ মফস্বলের ছায়াচ্ছন্ন আনাচে-কানাচে
ভাঁজে ও ভাঙায়, নোনাধরা দেওয়ালের বাঁকে
সেঁটে থাকে স্মৃতিসব কিরকম আঠায় আঠায়
আর তার জাদু-টোনা দিয়ে ব্যর্থ করে দেয়
ক্রমাগত আমাদের বিমান-প্রনালী!

কখনও কখনও দূরের নগর আর তার জুয়া
আর তার সুরা আর তার যাবতীয় চূড়া
টান দেয় ছিনালের মত আর
কি কি সব হুল্লোরের শব্দ আসে কানে,
ঈপ্সা উঁকি দেয়, ইচ্ছা বুদবুদ তোলে।

তবু মিলায় সেসব সন্ধ্যার আকাশে
চায়ের চুলার ধোঁয়া সাথে করে নিয়ে,
তবু সে কাঙ্খার ডানা মুড়ে আসে,
ব্যর্থ হয় আমাদের উড্ডয়ন-প্রকল্প সকল
সম্ভবত ঘোলা জোসনায় ধোয়া পোড়ো ঘাট
কিংবা ঐ প্রত্ন-সড়কের তুক-তাকে!

মানুষ অদ্ভুত প্রানী!
আমরাও মানুষের মত এইসব ব্যর্থতাকে ভালবাসি
মাদকের নাছোড় টানের মত!