You are currently viewing তিনটি কবিতাঃ অন্তর চন্দ্র

তিনটি কবিতাঃ অন্তর চন্দ্র

তিনটি কবিতাঃ অন্তর চন্দ্র

[এই তিনটি কবিতা কোটা সংস্কার আন্দোলনকারী শহীদ আবু সাঈদসহ নিহত ও আহত শিক্ষার্থীদের উৎসর্গ করলাম]

★ পনেরো জুলাই

🌿🍂

জ্বর করে এলে
হিম হয়ে আসে
সমস্ত শরীর;
আমি হাঁটু গেড়ে বসি
আমার নিকট
মেধার নিকট
পনেরো জুলাই আর
ফুলের নিকট
এই সমস্ত ধূসর অসুখ
হার মেনে যাবে—
মাটি ও মনন
ফসলের মাঠে আগাছা
নিষ্কাশনের ব্যাবস্থা তো রেখেছে
রক্তকরবী তাই বেড়ে ওঠে
রাজপথে-পথে—

১৬ জুলাই ২০২৪

🌿🍂

এখানে থামুন গতিরোধক

মিথ্যার চাকা ঘুরতে ঘুরতে পৃথিবী হয়তো থেমে যাবে কোন একদিন; ঘন অসুখের সাদা কুয়াশার ভিড়ে শুকরের দল হেঁটে চলে গেলে দেশলাইয়ের কাঠি পুড়ে ছাই হবে; রাষ্ট্র ক্ষুধার রাতে জ্বরের ঘোরে বেহুঁশ নিজেকে দেখে মনে মনে গালি দেবে আর বাষ্প ভূমির কয়েকটি সুখ শুকরের দলে ঠাঁই নেবে জেনে কপালের দোষ ভেবে কিছুলোক নিজ আত্মার বিরুদ্ধে যাবে

১৫ অক্টোবর ২০২৩

🌿🍂

মাথা নোয়াবার সময় নয়

কবিতার জন্য কোন একদিন চলে যাব কালো জেলের ভিতর রাক্ষুসে থাবায় ভেঙে যাবে বুকের পাঁজর কুকুরের ঘন ঘন আর্তনাদ বেড়ে গেলে কবিতাকে হাই তুলে বিগত যুদ্ধের কিছু মৌলিক মানুষ চেয়ে মহাকালের যাত্রার সঙ্গী হয়ে কবিতাকে প্রাণ দিয়ে চলে যাব মাঘের ঘাসের দেশে
*********************************