You are currently viewing গুচ্ছ কবিতা / তমিজ উদ্‌দীন লোদী

গুচ্ছ কবিতা / তমিজ উদ্‌দীন লোদী

গুচ্ছ কবিতা

তমিজ উদ্‌দীন লোদী

 

তুমি দরজা বন্ধ করছো খুলে যাচ্ছে জানালা

 

এই যে তুমি হন্যে হয়ে বন্ধ করে দিতে চাইছো দরজা

অথচ দেখো হুটহাট খুলে যাচ্ছে জানালা

রুদ্ধতার পরও ভরা বসন্ত এসে কড়া নাড়ছে

যেন আলো যেন জ্যোৎস্না ফাঁক-ফোকর গলে এসে

                                       হামলে পড়ছে উঠোনে , ভেতরে

 

কে যেন গলা ছেড়ে গাইছে ভাটিয়ালি

কে যেন টুংটাং বাজাচ্ছে পিয়ানো , ঠুমরির শব্দে বুঁদ হচ্ছে কেউ

শব্দকে রোধ করা যাচ্ছে না , রুদ্ধ করা যাচ্ছে না

 

তুমি দরজা বন্ধ করছো , খুলে যাচ্ছে জানালা—

 

রৌদ্রে শুকায় ঝরাপাতাগুলি

 

রৌদ্রে শুকায় ঝরাপাতাগুলি পায়রারা গেরবাজ

কে বুনে চলে দিবারাত্রি স্বপ্নের কারুকাজ !

 

মুগ্ধ বিকেল হাওয়ার ঘূর্ণিতে কাটছে না আর ঘোর

শিশির কোলাজ কিংখাবে মোড়া কে খুলবে এই দোর

 

এখনো কি আছে হাতছানি দেয়া চিঠি লিখবার দিন

কপি করে নেয়া ভরা মওসুম সহসা জড়ানো ঋণ

 

লাল বইগুলি দেরাজে দেরাজে কাঁপানো হৃদয় মানি

যদিও ধ্বস্ত তবু তো ছিল না কোনোরকম গ্লানি

 

এতোদিন পর আমরা এসেছি নতুন এরোড্রামে

পলাতক দিন তবু পিছু নেয় শংকিত শ্রমে ,ঘামে

 

অসমাপ্ত 

 

তোমার রৌদ্র আমার ছায়ায় মিশেছে কেমন দেখো

অন্তরাল থেকে কে উঁকি দেয় স্মৃতিতে তাই লেখো

 

বৃশ্চিক হয়ে খামাকাই তুমি তরলিত বিষ ঢালো

ঈর্ষায় জ্বলা আগুনের শিখা জ্বলতেই বেশ ভালো

 

তবুও কোথাও ভেতরের আলো ঠিকরে বেরোয় আজো

অন্বেষণের তৃষায় ডোবে সাগর মন্থন সাজও