You are currently viewing কুমার দীপ || দুটি কবিতা

কুমার দীপ || দুটি কবিতা

কুমার দীপ

দুটি কবিতা

সময়

সময়
মুঠোভরা জল
হাত ফসকে বেরিয়ে যাচ্ছে।
পারছি না–
ধরতে চেয়েও

বিপুল মণিমুক্তাময়– এই পৃথিবী !
মণিশ্রেষ্ঠতম– এমন জীবন !
বানের স্রোতের মতো এগিয়ে চলেছে
পশ্চিম দিগন্তের টানে

অক্ষমতা
অক্ষয় পাহাড় হয়ে সামনে দাঁড়িয়ে
ক্ষমতা
দূর থেকে দূরে সরে যায়

মুঠোভরা জল
হাত ফসকে বেরিয়ে গেলে
আঙুলেরা অসহায়।

ছুটি এসে

ছুটি এলো
এখানেও ছুটি এলো তবে
গলির মোড়ের ছোট্ট চায়ের দোকানে

লোকটা চা বানাতো
দিন নেই, রাত নেই–
‘সালাম ভাই, চা দাও’- বললেই হলো
লাল চা, দুধ চা, আদা চা, চিনি ছাড়া চা…
যার যেমন চাই–

ঈদ-পূজার ছুটিতে মানুষ মহল্লা ছেড়ে যায়
বাসা বদলের কারণে মানুষ মহল্লা ছাড়ে
বদলিতে-বিদায়েও মহল্লা ছাড়ে কেউ কেউ
কিন্তু সালাম ভাইয়ের মহল্লা ছাড়ার কোনো উপায় নেই…

জিজ্ঞেস করলেই–
ধোঁয়া ওঠা চায়ের কাপটা বাড়িয়ে দিতে দিতে
একগাল হেসে বলেন– ‘সবার কি আর ছুটি থাকে রে ভাই !’

আজ যখন খুব চায়ের তেষ্টায়
গলির মোড়ে এসে দাঁড়ালাম–
সালাম ভাই নেই।
কে একজন জানালো–
‘সালাম ভাই এই মহল্লা ছেড়ে চলে গেছে।’

ছুটি এসে
হাত ধরে নিয়ে গেছে তারে
একেবারে।

******************************

Leave a Reply