বাংলাদেশসহ এশিয়ার চিত্রশিল্পীদের মধ্যে অনন্য উজ্জ্বল একটি নক্ষত্র হলেন ঢালী আল মামুন। নিজের সম্পর্কে নীরবতা যার প্রকাশের ভাষা তাঁর তুলির আঁচড়ে আর শৈল্পিক নান্দনিকতায় মূর্ত হয়ে ওঠে বাংলাদেশ-তার অন্তর্লীন ভাঙন আর ক্ষরণের অধিবাসের ভেতর দিয়ে উজ্জীবনের আবাহন। মানুষের যাবতীয় নিমগ্নতার অনুলিপি যেমন হয়ে ওঠে তাঁর শিল্পের রেখাবলী তেমনি মৌণতায় নির্মিত হয়ে যায় জীবনের অভিজ্ঞান। দ্রোহ আর দহনের ভাষার ক্যানভাস হয়ে ওঠে চিরায়ত মানবচিন্তনের মনোভূমি। মানবিকতায় প্রতিভাত তাঁর বিশ্বজনীনতা।
‘মন-মানচিত্র’ নামকরণ তাঁরই করা এবং আমাদের চলার পথের আলোকবর্তিকা হয়ে তিনি আছেন সর্বক্ষণ। তাঁর এই বদান্যতার জন্য আমরা আনন্দিত এবং কৃতজ্ঞ। তাঁর সৃষ্টিশীল সক্রিয়তা ও সার্বিক মঙ্গল কামনা করছি।
আলী সিদ্দিকী