আলী সিদ্দিকী
দুইটি কবিতা
পরাজয়
ক্যানভাসের উল্টো পিঠে আঁকা হয়ে গেছে
আমার পরাজয়
তোমার অমোচনীয় নাম
ভুলতে গিয়ে তোমাকে এই ছোট্ট জীবনে
মনের অজান্তে নিজেকেই হারালাম।
তোমাকে হয়নি দেয়া আমার মুক্ত আকাশ
হয়নি দেয়া বেদনার রঙে রঙিন
একটি অবুঝ মন
দিয়েছি শুধু দুঃখ এলোমেলো ঝড়ো হাওয়া
ভোলার জন্য আমরা কখনো করিনি পণ।
ডিসেম্বর ১৩, ২০২৪
সে-ই অন্ধকার
বর্ণচোরা প্রেমিকরা যখন পরকিয়ায় মাতে
বানোয়াট অজুহাতে বন্ধু হয়ে যায় শত্রুর
যতোই ভালো সাজুক তারা ছলাকলা করে
জেনে নিও অসৎ সে ভীষণ রকম ধুরন্ধর।
দিয়েছো যার হাতে প্রেমের মহামূল্য পতাকা
চেয়েছো সুরক্ষা তুমি শস্য আর মৃত্তিকার
একটি নির্মেদ মানচিত্রে এঁকে নেবে পটচিত্র
প্রতিদানে পেলে চিরকেলে সে-ই অন্ধকার।
আগস্ট ১০, ২০২৪
*****************************