তীর্থঙ্কর সুমিতের গুচ্ছ কবিতা
কিছু কথা বলতেই হয়
কিছু কথা মনে হয় অসমাপ্তই থেকে যাবে
যদি না বলা হয়
অশ্মগন্ধার শেকড়ে এখন দীনতার ছাপ
হারিয়ে না পাওয়া ঘুঁটি এখন
তোমার কেরামবোর্ডের স্ট্রাইকার জুড়ে
কবিতা কি এমনই হয় —-
শুধু আমাপ্তর চাদরে নৈশব্দে বিলীয়মান?
পেঁচার কান্না
অসময়ের বিকেলে এখনও রোজ জল ঢালি
আমার ছাদের ইউক্যালিওপটাস গাছে
প্রতিদিন দেখি সূর্যটা একটু একটু করে ঢলে পরে
রাতের কোলে…
অন্ধকার যত গাঢ় হয়
চাঁদের হাসি তত স্ফীত লাগে
উদাসীনতার নামাবলিতে এখন পেঁচার কান্না।
দৈনিক লিপি
কি জানি জীবনের কটা বসন্তে
দৈনিক লিপি লেখা যায়
মনোনিবেশের পর্দা আমার জাদুঘরে টাঙানো
নেশাতুর সভ্যতার চাদরে এখন
গোটা কয়েক শিল্পী দাগ কাটে
তোমার না বলা উত্তরের যত হওয়া
এখন দক্ষিণে…
একটা সকালের প্রয়োজন
না হয় মুহূর্তে বাঁচুক সময়
তুমি বদলে যাও প্রতিটা অক্ষরে
যেমনভাবে এসেছিলো চাঁদ…
তারায় মিশে গিয়ে নতুন থেকে চিরনতুন
কিছু কথা মিথ্যে হলেও বড়ো আপন মনে হয়
ঝুলি ভরা শব্দ আর ঠাকুমার বেঁচে থাকার গান
এখন মঞ্চে মঞ্চে _____
একটা সকালের প্রয়োজন।।
*************************