You are currently viewing কবিতাগুচ্ছ / সোমেশ্বর অলি

কবিতাগুচ্ছ / সোমেশ্বর অলি

  কবিতাগুচ্ছ

সোমেশ্বর অলি


উন্নয়নতা

উন্নয়নের মহাসড়ক ধরে যেতে যেতে,
‘ভিক্ষুক ও কুকুরমুক্ত এলাকা’য় ঢুকে পড়েছি;
সারি সারি পরিপাটি বসার আসন, পরিশীলিত সবুজসমারোহ, মিহিবাতাস—

কোথাও একটি বেকার যুবকের দেখা নেই;
নেই কোনো প্রেমিকের অপেক্ষা—

‘এখানে
প্রেম
ও ধূমপান নিষেধ’

এই আমার দেশ,
আমার শহর এই,
আমি এই উন্নয়নের সুবিধা ভোগ করে

চলে যাবো মহাসড়ক ধরে, যেখানে নেই বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ—

দেশব্যাপী বিলবোর্ড, বিলবোর্ডে ছেয়ে আছে ‘কর্ম খালি নাই’।

মৃত্যুবার্ষিকী

মাকে নিয়ে লেখার মধ্যে বাবা বসে থাকেন চেয়ারে হেলান দিয়ে,

জর্দামাখাপান চিবাচ্ছেন মোড়লসাব—

মায়েরা এমনই বাবাময়; বাঁচলে, মরলেও!

আম্মার চলে যাওয়ার দিনে
আব্বাকেও মনে পড়তে থাকে

আব্বা দীর্ঘায়ু পেয়েছিলেন—
তার পিছে পিছেই গেছেন আম্মা, পাছে আব্বার দরকারি কিছু লাগে!

ইহনামা সিরিজ

১.
ঘুম ভাঙার পরপর
ধাতস্থ হতে কিছুটা সময় লাগে;
ওইটুকু জীবন, প্রকৃত বাঁচা—
বাকিটা

দ্ম
বে

২.
ঘুমন্ত চোখ খোলার পর আলো পড়লে চোখ জ্বলে।
মৃত্যু ওই জ্বালাটুকুই—

সয়ে যায়…

৩.
আমি মরে গেলে আমার কিছু না—
তোমার কিছু।
আর কিছু না।

৪.
বেঁচে থাকলে মানুষের দুঃখ-দুর্দশা দেখতে হয় মানুষের; এর বাইরে দুনিয়ায় দর্শনীয়, বিক্রি ও বিনিময়যোগ্য তেমন কিছু নেই।

৫.
বিকেল— যেখানে আমাকে কবর দিয়েছো দুপুরে।