দুইটি কবিতা || সুমন শামসুদ্দিন
দুইটি কবিতা || সুমন শামসুদ্দিন দুঃখনদী পলক ফেলে তাকায় হেসে দুঃখ-আঁখি, দিগবলয়ে ডানা মেলে দুঃখপাখি। নিদ্রাবিহীন রাতের শেষে দুঃখভোরে- আত্মভোলা গোপন-পাখি একলা ওড়ে। এক-দিগন্ত দুঃখ বুকে দুঃখরাতে দহন-ক্ষত হৃদয়…
দুইটি কবিতা || সুমন শামসুদ্দিন দুঃখনদী পলক ফেলে তাকায় হেসে দুঃখ-আঁখি, দিগবলয়ে ডানা মেলে দুঃখপাখি। নিদ্রাবিহীন রাতের শেষে দুঃখভোরে- আত্মভোলা গোপন-পাখি একলা ওড়ে। এক-দিগন্ত দুঃখ বুকে দুঃখরাতে দহন-ক্ষত হৃদয়…
সুমন শামসুদ্দিনের কবিতা উৎকর্ষভূমির দোলাচল ——————————————————— সৌন্দর্যের উৎকর্ষভূমি খনন করে- পাচ্ছি শুধু বীভৎসতা! যেখানে রোপিত হয়েছিল নিষ্পাপ প্রাণের বীজ সেখানে নিষ্কণ্টক বৃক্ষরাজি কলুষিত ডালপালার ভারে- নুয়ে পড়ে অসীতিপর বৃদ্ধের…
সুমন শামসুদ্দিন ||একগুচ্ছ কবিতা পদ্মলোচনা আঁধার থেকে স্নিগ্ধতা চিরে পেয়েছি তোমার মিহিঘ্রাণ, অশ্বত্থ পাতার সরু সূচাগ্রে ভাসে শিশিরবিন্দু প্রাণ। শিহরণ জাগে ভীরু বাসনায় হিমায়িত সুপ্ত মন, পাখির নীড়ে…
সুমন শামসুদ্দিনের কবিতাগুচ্ছবৈগুণ্য লিখনীআমি লিখতে চাইকি লিখতে চাই, ঠিক জানি না! কিন্তু আমি লিখবো।হয়তো লিখতে চাইএকটি নির্বাক আর্তনাদ, নির্বাক হলেও বিদারক তীব্রযে আর্তনাদ প্রবল পীড়নে নাদ বর্জিত!অথবা লিখতে চাইএকটি নিগূঢ় হাহাকার, নিগূঢ় তবে বাকশক্তিহীনকিন্তু কোথাও কোন দুঃখাপনোদন নেই!কিংবা লিখতে চাইএকটি নীল বেদনার…