দুইটি কবিতা / নূপুর চৌধুরী
দুইটি কবিতা নূপুর চৌধুরী জেগে উঠো সময়টা বড্ড বেমানান সুর লাগে না তারে, অথই জলে — কাছে থেকেও দুরে । অমাবশ্যার অন্ধকার সময় তার বিপরীতে, চোখের চাহনিতে ভেসে বেড়ায় অনন্ত প্রাতে । উপদেশ ভর করার সাহস করেনি কখনোও, অমোঘ শক্তির সাহস তলিয়ে যাচ্ছে চোরাবালিতে —- নিজের অজান্তে, কোন এক প্রহরের অপেক্ষায় জেগে উঠো উদ্ভবে আবির্ভাবে । রাত পোহাবে বলো তুমি কবে যাবে ? আসবে আবার শীতের রাতে দু’হাত ভরে…