আবসার হাবীবের পাঁচটি কবিতা
আবসার হাবীব-এর পাঁচটি কবিতা শিকড় ছড়িয়েছে অনেকদূর প্রাচীন বটবৃক্ষ শিকড় ছড়িয়েছে অনেকদূর, মাটির গভীর থেকে গভীরে ছুঁয়েছে মন ব্যাপকতা নিয়ে, পাশাপাশি ঋজু দাঁড়িয়ে আছে বিধ্বস্ত গ্রামের পর গ্রাম, ভগ্ন জনপদ মানুষ বলছিল তাদের দুঃখ, সেই রাতের কষ্ট আর হারানোর কথা। বলছিল, পিতৃহারা পুত্র, শিশুহারা মাতা, ভাই-বোন একই কথা ও কাহিনী। মিডিয়াগুলো তুলে আনছে মানবিক বিপর্যয়ের কাহিনী এবং অপরাজেয় মানুষের কথা। ছুটছে এবং ছুটছে - দেখা যায় আলো দেখা-যায়-না তবুও এগোয় সুন্দর তারুণ্য, মানুষ মানুষের সঙ্গী সময়ে এবং অসময়েও। পুনরাবৃত্তি ইতিহাস আর ঐতিহ্যের এবং ধ্বংসের, মানুষ হাঁটছে কিছু স্মৃতি আর কিছু অম্লান এপিটাফ নিয়ে। মানুষ বেঁচে থাকে বুকে নিয়ে উজ্জ্বল এবং অনুজ্জ্বল গল্প, উত্থানের গাঁথা লিখে লিখে। আছে গান মুক্তির, উঠে দাঁড়ানোর কিছু দীর্ঘ কাহিনী, বাঁচার কোরাস, সম্মিলনী দীর্ঘপথ চলা। প্রাচীন বটবৃক্ষ শিকড় ছড়িয়েছে অনেকদূর, মানুষ মানে না পরাজয়। ছুটি চাই ছুটি চাই প্রতিদিনের হিসেব-নিকেশ থেকে ছুটি চাই সবকিছুতে জিতে যাওয়ার প্রতিযোগিতা থেকে ছুটি চাই শহরের যানজট ধূলি ধোঁয়া দীর্ঘশ্বাস থেকে…