এম এ রহমান-এর একগুচ্ছ কবিতা
এম এ রহমান-এর একগুচ্ছ কবিতা প্রশ্নবিদ্ধ এক প্রশ্ন প্রশ্নবিদ্ধ এক অভিমান,মনের কার্নিশে উঁকি মারেচেতনে-অবচেতনে পায়চারি করে অন্দরমহলে যাপনের রন্ধ্রে রন্ধ্রে ক্লান্তিহীন কথা বলে নিত্যতরল আঁধারে ডুবে আমার সকাল,দুপুর, রাত্রিরা প্রশ্নবিদ্ধ এক প্রশ্ন অস্তিত্বের নাভিমূলে…