ইমরান আল হাদীর কবিতা

ইমরান আল হাদীর কবিতা ১. ইথারে মিলিয়ে যায় কত কত স্বর তরঙ্গ ভেদে যদি হয় শব্দের আকার সে সব শব্দ কি মরে যায় --- দিক ভ্রষ্ট হয়ে? রমণের সব শুক্রাণু যেমন পায় না ডিম্বকোষ তেমনি কি মুছে যায় সব সম্বোধন? ডাহুকের রক্ত চেরা স্বর নিয়ে আসে তার সম্ভাব্য মরন ---নিষাদের তিরের বিষে --- তবু সেই স্বর পৌঁছে না ডাহুকীর কানে মুখের জবানে তাই ডেকে যাওয়া সারা সমস্ত আহবান হোক, নৈঃশব্দ্যের জবানে --- ২. দুনিয়াতে এত নদী বিবিধ শাখা প্রশাখা সব নদী পায় কি সাগর সঙ্গম, গভীরতা? তবু (নদী) তার সকল সফল টান নিয়ে আসে রোজ যেন এক মাকু বুকে নিয়ে জলের সুতা সন্তরণ কৌশলে ---- করে এফোঁড়-ওফোঁড় বুনন বিন্যাসে কি খামতি আসে? আসে জলের বিমার? কর্কট --- ক্ষয়কাশ? তবু ধাবমান জলের উপর ভাসে বিন্দু কালো হরফ, বিস্ময়চিহ্নের কালাকাল পারি দেয়া কালা নৌকা গলুইয়ে মুখোমুখি বসে থাকে…

Continue Readingইমরান আল হাদীর কবিতা