জয় হারজোর কবিতা আদিবাসী মাসকোকি (Mvskoke) জয় হারজোর জন্ম ৯ মে ১৯৫১ সালে আমেরিকার ওকলাহামার তুলসায়। ২০১৯ এ তিনি যুক্তরাষ্ট্রের পোয়েট লরিয়েট মনোনীত হন। কবি, সংগীত শিল্পী এবং নাট্যকার জয় হারজো আমেরিকার আদিবাসীদের মধ্যে। প্রথম এ বিশেষ সম্মানে ভূষিত হয়েছেন। ১৯৭৬ এ নিউ মেক্সিকো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষে তিনি আইওয়া রাইটার্স ওয়ার্কশপ থেকে এমএফএ ডিগ্রি অর্জন করেন। নেটিভ আমেরিকান কবি জয় হারজো কবিতায় যতটা রাজনীতি সচেতন কিংবা নারীবাদী, তারও বেশি তিনি মিথ আর অবচেতন-ভাবনার কবি। কবিতায় যে চিত্রকল্প আর প্রকৃতির ছবি তিনি আঁকেন তা যতটা আমাদের অজানা মনোভুবনের দিগন্তে বিস্তৃত তা ঠিক ততটাই ছড়িয়ে থাকে আমেরিকার দক্ষিণ-পশ্চিম আমেরিকার দৃশ্যপট জুড়ে।…