একটা জীবন / জিললুর রহমান
একটা জীবন একটা জীবন ঘুড়ির মতো ওড়ে নাটাইখানি কার হাতে যে ধরা —— একটা জীবন ঘুড়ি ভোকাট্টা ২. এক জীবনে অনেক জীবন ঢোকে কোন্ জীবনের কী আছে মরতবা সামনে যে অনন্ত জীবনখানি এক কুঠুরী অযুত শীতলতা তাকেও তোমরা জীবন বলে ডাকো! ৩. শুনেছিলাম ঠাণ্ডা বাতাস ঢুকবে —— মাটির ঘর এমনিতেই তো ঠাণ্ডা, বরং কিছু পেলে আগুন-হল্কা ওম লেগে মন শান্ত হয়ে বসতো ৪. জীবন ছিল জন্মের আগে ন’মাস যেন ভীষণ স্বাধীন হবার যুদ্ধ জন্মে দেখি জীবন শুধুই যুদ্ধ মরার জন্যে লড়াই সারা জনম।…