।। পাঁচটি হাইকু কবিতা ।।
১.
হাওয়া
সিদ্ধান্তহীন
বাতাসের চুরুট পাকায়
২.
বোবা মেয়েটি কথা বলে:
শিল্পের অপূর্ণতা এটা।
এই অপ্রবেশ্য কথা।
৩.
সত্যি সত্যি চালু হয় মোটর গাড়িটি:
চারজন শহিদের মাথা
গড়ায় চাকার তলে।
৪.
আহ! সহস্র শিখা, একটা আগুন,
আলোটি, ছায়া এক!
আমার পিছু নিয়েছে সূর্য।
৫.
একপি পালক দ্যায় টুপি
স্পর্শ এক নির্ভারতার:
চিমনিটায় ধোঁয়ার উদ্গার।