You are currently viewing দয়াময় পোদ্দার-এর কবিতা

দয়াময় পোদ্দার-এর কবিতা

 

দয়াময় পোদ্দার

বাঙালির প্রাণ

এটা কোন মিষ্টি প্রেমের গল্প নয়,
অল্প অল্প জল আর কাদা,
আমাদের কান্না ভাষা…

কে বলেছে রুখবে তাকে,
কেড়ে নেবে বর্ণলিপি?

এতোই সোজা!

পাতার আড়াল ঠেলে রোদ পড়েছে- চিলতে কুয়োয়
বাংলা ভাষা ঘুমিয়ে আছে সেখানে সেই
জলের মাচায়…

আমাদের দুঃখ-সুখের উজান ঠেলে
আছেন জেগে বিদ্যাসাগর….

 

শিউলি ফুলের ঘ্রাণ

ভোরের বাতাসে যে শিউলি ফোটে
তাকে আমি স্বাধীনতা বলে ডাকি।
একসমুদ্র অন্ধকারে তিলবর্ণ করে শিশির
জমেছে ধানের শিসে,
তাকেও আমি স্বাধীনতা বলে জানি।
সেখানে একটি দোয়েল পাখি যেন
প্রেমিকার ঠোঁটে ছুঁয়ে দেয় সোহাগ-পালক!
এই বেঁচে থাকার জন্য লড়াই
বায়ান্ন থেকে একাত্তর
বুক ভরে নিতে পারা শ্বাস,
প্রাণের বিনিময়ে পাওয়া,
বাউলের দোতরায় বাজে শিউলি ফুলের ঘ্রাণ!

***************************