দেবশ্রী দে’র দু’টি কবিতা
তোমার প্রস্থান-পর্ব
আমার শহর ছেড়ে যাচ্ছ
এমন দৃশ্যতেই
দীর্ঘ হয় শোক, সুর যায় দূরে
বিচ্ছেদ-জর্জরিত চোখের এলাকায়
অপেক্ষা লেগে থাকে
প্রিয় কাঠগোলাপ-সন্ধ্যায়, মনে নেই
উঠেছিল চাঁদ,
মুখে নয়, মুখে নয়
সে-ও এক নাভির অসাড়
ব্যথার ওপার থেকে নাড়া দেয়
জলমুখী স্পৃহা,
ফিরে আসবার পথটিতে
মুহূর্তের অলংকার খুলে খুলে রাখি
রেচন
শীতকালজুড়ে কয়েকটা পাতা ঝরার শব্দ
শোনা জরুরি নয়
তবুও শুনতে শুনতে এগিয়ে যায় বয়স
বসন্তের দিনগুলোকে
আমি কখনোই চিয়ার্স বলতে পারিনি
অথচ দোলের দিন
আবিরের গন্ধে ভরে উঠতো আমাদের উঠোন
মায়ের সিঁথি,
দোলমঞ্চের পালাগানে কৃষ্ণ সাজতাম
রাধার চেয়ে তার সখীদের প্রতি টান ছিল বেশি
এইসব কনফিউশন জমা হয় রেচনতন্ত্রে
ঝরিয়ে দিই গাছের মতোই। শব্দ হয়
শোনা জরুরি নয়,
তবুও শুনতে শুনতে এগিয়ে যায় আমাদের বয়স
**==**==**==**==**==**