You are currently viewing সৃশর্মিষ্ঠা’র কবিতা 

সৃশর্মিষ্ঠা’র কবিতা 

সৃশর্মিষ্ঠা 

 

শস্য ও শিকার 

শিকারী না হলে

শিকার হও

 

এটুকু বলেই, জল

ভেঙে ভেঙে, বন্যা

 

রজঃস্বলা পৃথিবীতে 

ভেসে যাই রক্তে 

 

শিকারীর আদরে

শস্যের আদলে!!!

 

চর্বণের কোলাহল 

প্রিয়তমাকে দেওয়া গোলাপ

চর্বণে ব্যস্ত সজারু 

 

মাংসাশী পৃথিবী, মারছে প্রেম

 

পরিত্যক্ত দেহ শ্মশানের খোঁজ নেয় 

 

পরজন্মের আশায় মৃত আত্মারা

নাচে, গান গায়, মদে ডুবিয়ে রুটি খায়

মোচ্ছবের ঢঙে… 

==================