You are currently viewing শর্মিলা বন্দ্যোপাধ্যায়ের কবিতা

শর্মিলা বন্দ্যোপাধ্যায়ের কবিতা

শর্মিলা বন্দ্যোপাধ্যায়

 

দুঃস্বপ্ন

_______

আজকাল দুঃস্বপ্ন দেখি রাতে

দেখি মানুষেরা ভয়ে ভয়ে নীচু স্বরে কথা বলে

শোনা যায় কোথায় কাকে যেন

মাঝরাতে ধরে নিয়ে গেছে পুলিশ

এসব কথা ফিসফিস করে বলা হয়

কারা যেন ঠিক করে দেয়

কে ভাল আর কে নয়

তাদের সবাই ভয় পায়

আর ভাবে কি করে ভাল হওয়া যায়

তাহলেই জুটে যাবে রাতে ঘুম

ধীরে ধীরে সব ভাল নয় লোকদের

পুলিশে ধরে নিয়ে যায়

বাকি থাকে তারা

যারা  ভাল লোক

যারা ভয়ে ভয়ে থাকে

জোরে কথা বলে না

শুধু রাতে একটু ঘুমের জন্য

আর থাকে তারা

যারা ঠিক করে কে ভাল আর কে নয়

তবে তারা ভাল কি না সেটা কেউ জানে না

কারণ যারা জানে তাদের পুলিশে ধরে নিয়ে যায়।

 

দিতে চাই

___________

আমি কিছু দিতে চাই

বড় প্রবল হয়ে উঠেছে দেবার ইচ্ছে

আতিশয্য তোমায় দিলাম মেয়ে

দমকে দমকে হেসো অকারণে

হেসো অপ্সরার মতো, প্রেতিনীর মতো,

হেসো ফুটপাথে এলোচুলে যখন তখন

মধ্যরাতে জেগে উঠুক সবাই

বেঁকে যাক ভুরু

ছাদের কার্নিশে লেগে

ঘুরে ঘুরে আকাশ‌ ছুঁয়ে নিক আদেখিলা হাসি

তোমার যমজ বোনকে দিই অপরিণামদর্শিতা

উচ্ছন্নমতি ডানপিটে হোক

বনবাস বেছে নিক প্রাসাদের ভীড়ে

নিঃশ্বাসে বৃক্ষভালবাসা

মাদলে মানুষে নেচে ওঠা পেশী আর

ধনুকের টানে ভয়ে থাক বধ্যভূমি শ্বাপদ সংকুল

ও বুঝি, বন্ধু তোমার?

ওকে দেব বালখিল্যতা

মোমবাতি আলোয় দেয়ালজুড়ে হরিণ আর প্রজাপতি খেলা।

হাতে থাক নুড়ি পাথর, বাঁশি আর গল্প আজীবন

ফুটো বাক্সে চোখ রেখে দেখে নিক রূপকথা

এই সবি আমার বাক্সে ছিল

ওপরে রাখা আজ্ঞাপালন, সফলতা, প্রতিপত্তি সরিয়ে

সেসব ছোঁয়াই হয়নি কতদিন

*************************