তৈয়বুর রহমান ভূঁইয়া
মৃত্যু যেহেতু প্রকাশনী
আয়ুর কলমে লিখে লিখে
জীবনভর একটা পাণ্ডুলিপি প্রস্তুত করি।
দেহ হতে রুহচ্যুত হলে
বই হয়ে যাই।
যেহেতু,
মৃত্যু একটা প্রকাশনীর নাম।
ত্রিবর্গ
কামবাসনায় পেলে মাঝরাত্তিরে
স্ত্রীর সাথে রতিক্রিয়া করেন।
গোসল সেরে
ফযরে ছুটে যান মসজিদে;
যেহেতু ধর্মেরও দরকার।
সকালে পাওয়া যায় তাকে
অর্থ আয়ের মনোহারী ধান্দায়;
যেহেতু তার মধ্যে ত্রিবর্গ বিদ্যমান।
===================