You are currently viewing কুমকুম দত্তের কবিতা

কুমকুম দত্তের কবিতা

কুমকুম দত্ত

 

একলা মেঘলা শ্রাবণ

 

বাঁশীর ভাঙনের সুর গভীর 

বুকে ঢেউ তোলে অতল;

অনুরূপ বিরহে রাধার

চোখ নির্বিকার যমুনার জল।

 

ডুবে আছি আকন্ঠ প্রেম আস্বাদন 

ছায়া সুদূরের সাথে ;

বসে একলা মেঘলা শ্রাবণ

আকাশ বিরহ জগৎ জুড়ে…

 

সবুজ ঘুমের ঘ্রাণ 

 

শ্রাবণে সমৃদ্ধ জলের ধারা

ব্যাপ্তি সবুজ ঘুমের ঘ্রাণ;

নামে বৃষ্টি জলের কল্লোল

আকাশপানে উদাস দৃষ্টি

 

ভিজে যাই একাকী,

শ্রাবণে মাতাল সন্ন্যাসী

************************