You are currently viewing কথাসাহিত্যিক সমরেশ মজুমদারের প্রয়াণে শোকাহত

কথাসাহিত্যিক সমরেশ মজুমদারের প্রয়াণে শোকাহত

কথাসাহিত্যিক সমরেশ মজুমদারের প্রয়াণে শোকাহত

তিনি ছিলেন আমাদের যৌবনের রৌদ্রকরোজ্জ্বল সময়ের উদ্দীপক শক্তি।  ভাষাভাষী জনগোষ্ঠীর জীবনে তাঁর উত্তরাধিকার,কালবেলা, কালপুরুষ, গর্ভধারিণী, সাতকাহনসহ সকল উপন্যাস আলোড়ন তুলেছিলো। বহু তারুণ্য অনুপ্রাণিত হয়ে যুদ্ধে গেছে এবং হাসিমুখে সমাজবদলে স্বপ্নচোখে হাসিমুখে করেছে আত্মদান। আমি কলকাতার নাড়ি স্পর্শ করেছি তাঁর রূপায়নে, প্রেমে পড়েছি মাধবীলতার,  জেনেছি ডুয়ার্হসের জঙ্গল, হতে চেয়েছি অনিমেষ কিংবা অর্ক।  আমার বড়ো ছেলের নাম রেখেছি অর্ক।

জীবনের আরেক পর্যায়ে- সুদূর পরবাসে সমরেশ মজুমদারের সাথে আমার দেখা নিউইয়র্কের বইমেলায়। আমরা প্রচুর কথা বলেছি। আমার গল্পগ্রন্থ নীলমনি তাঁকে দিয়েছিলাম। পরদিন আবার দেখা হলে বলেছিলেন, গল্প ছেড়ো না। অবশ্য আমি একসাথে কোটি টাকা পেলে লেখালেখি ছেড়ে দেবো। আমি বলেছিলাম, আপনি কখনো পারবেন না।

আজ তিনি প্রস্থান করলেন মহাকালের পথে। তাঁর এই প্রস্থান বাঙালী জাতির জন্য এক অপূরনীয় ক্ষতি। আমরা অত্যন্ত শোকাহত।

 

 

 

==================