You are currently viewing অনিরুদ্ধ রনি’র কবিতা

অনিরুদ্ধ রনি’র কবিতা

অনিরুদ্ধ রনি’র কবিতা

 

মধ্যবিত্তের পৃথিবী

 

আমার একার একটা পৃথিবী আছে ।

এই পৃথিবী অনেকটা আমার মতো খামখেয়ালি ।
কখনও সে বাচ্চাদের মতো কাঁদে ,
আবার কখনও আমার সাথে হেসে খেলা করে ।
কখনও সে আমায় নিয়ে কবিতা লেখে ,
কখনও’বা আমি তা’কে নিয়ে উপন্যাস লিখি ।

বুঝলে …আমার পৃথিবী তোমার মতো এতো বড় নয় ,

অথচ মাথা তুলে তাকালে আকাশ দেখা যায় ।

আমার পৃথিবী তোমার পৃথিবীর মতো আয়তনে

এতোটা বিশাল নয় কিন্তু চোখে চোখ রাখলে
পূর্ণিমার চাঁদ দেখা যায় , তাঁরা গোনা যায় ।

মধ্যবিত্তের পৃথিবী তো !
চারটে দেওয়াল ।
মাথার উপর আকাশসম দায়িত্ব ।
একটা স্বপ্নে বোনা ভালোবাসার ঘর , ব্যাস …

 

সস্তা চাওয়া

 

মানুষের জীবনে অনেক কিছুই চাওয়ার থাকে
আমারও আছে, কিন্তু খুব অল্প কিছু সস্তা চাওয়া,
কিন্তু দুঃখ হয় খুব দুঃখ হয় আমার, জানেন?
কোন চাওয়া-ই পূরণ হয় না!
বহু কিছু পাইতে চাইছি সাধু, চলিত সব কোনটাই পাওয়া হয় না,
গলির দেয়ালে হেলান দিয়া বহুবার হাওয়া খাইতে চাইলাম
কিন্তু পারলাম না,
ইচ্চেটা ছিলো ভরা কলোনিতে মানুষ আর মানুষ ভরা,
সেখানে বাতাস দেখমু হাওয়া খামু, কিন্তু আমার ইচ্ছাটা পূরন হইয়া উঠে না।
এই টেকনোলজির যোগে প্রেম দেখলে মায়া লাগে না
ইমোশনাল হইনা, দিন দিন মনটা পাথর হইতাছে
মন চায় প্রেমিকার বাসা নিচে চায়ের দোকানে বইসা দুপুরে

বারান্দায় তাকাইয়া ওরে দেখতে দেখতে চা খাই বাতাস খাই,
বিকালে ডুবন্ত সূর্যের বাদামি আলোতে প্রেমিকা ছাদে আসবো

ওরে দেখতে দেখতে বাসার নিচে দারাইয়া গরম দুধ চা খামু,

হাওয়া দেখমু, মাতাস খামু।
হয়না, আমার জীবনে সস্তা চাওয়াগুলোই পূরণ হয়না।
প্রেমিকার লাইগা গোলাপ কিনমু সিঁড়ির নিচে রাইখা দিমু,

গলিতে আসলে তাকামু, ছাদে কাপর শুকাইতে গেলে তাকায়া থাকমু…
এইসব চাওয়া পূর্ণ না হইলে প্রেম ভালোবাসায় মায়া জন্মায় না,
টেকনোলজি দিয়া ভালোবাসায় আবেগ জন্মাইতে পারলাম না।
আমার সালা চাওয়াগুলোই পূর্ণ হয়না।

 

প্রতিরোধ

 

গ্রেনেড দিয়ে উড়িয়ে দিব সকল প্রতিরোধ
ভালোবাসাই হবে আমার একমাত্র প্রতিশোধ,
তন্ত্রে তনুতে ছড়িয়ে যাবো বিদ্যুৎ চমকে
দিশেহারা তুমি বিহবল ওগো দাঁড়াবে থমকে।
অতল চোখের সাগরে ভাসাবো জাহাজ ও মাস্তূল
অতর্কিতে খুলে দেব তোমার নিবির খোপার চুল।
এলোমেলো তুমি যেদিকেই যাও আগলে দাঁড়াবো পথ
ঘাস ফুল দিয়ে টিকলি পরাবো, বরই ফুলের নথ।

 

তুমি আমি এবং গ্রন্থ

 

তোমাকে দেখবো বলেই রোজ নিয়ম করে
আকাশ দেখার ইচ্ছে জাগতো;
বাতাস আমার বন্ধু নয়!
তবুও বলতো আলতো করে এই যে কবি
এমন ভালোবাসলে একদিন ঠিকিই দেখা হবে,
সেই থেকেই তোমার সঙ্গে প্রথম দেখা হয়েছিল একটা কবিতায়
অসমাপ্ত একটা বাক্যে ইতস্তত দাঁড়িয়ে ছিলাম
একটা সেমিকোলনের ঠিক পাশে।
কবি তখনো শব্দ খুঁজে বেড়াচ্ছেন
অক্ষোম আক্রোশে
একের পর এক আঁকিবুকি করছেন খাতায়
আমিও অথর্ব-পঙ্গু হয়ে পড়ে আছি।
এর পর তুমি এলে–
পূর্ণচন্দ্রের আলোকোজ্জ্বল শব্দ হয়ে।
বাক্য পূর্ণ হলো, কবিতা পূর্ণ হলো
আর এইভাবে একটি কবিতার মধ্যে
পাশাপাশি দুটি শব্দ হয়ে
আমরা গ্রন্থিত হলাম।
ধূলো জমে যাক, অগোছালো হোক,
তবুও তোমার গ্রন্থ আমাদেরই থাক।

 

আফসোস

 

আমি আর কবিতা লিখব না
লিখব না কোনো মর্মান্তিক অনুভূতি;
শব্দ এখন শব,তাকে কাফনে মুড়িয়ে
পুড়িয়ে ফেলা হবে নিমিষে;ঠিক সিলিংফ্যানের
মতো একই বৃত্তে বছরের পর বছর ছটফট করবে কবিতা!
দাউ দাউ করে জ্বলে উৎকট গন্ধে পরিবেশ বিষিয়ে দিবে,উল্লাস করবে
সকল সমালোচক-শত্রু-বন্ধু আর প্রেমিকারা নাক সিঁটকিয়ে বলবে,কবি!ইস…

তবে আমার কী হবে?
কী হবে আমার পেশা?
ব্যাংক কিংবা বিসিএস না কি বেশ্যার দালাল!

পৃথিবী একটা শুয়োরের বাচ্চা।
কে বুঝবে একটা বেকার যুবকের ১৮০ টাকার জুতো ক্ষয়ে যাওয়ার প্রাক-ইতিহাস?
পরিবার?বন্ধু?আত্মীয়?প্রেমিকা?মেস মেম্বার?
যারা পরিত্যক্ত ডালভাতের খোঁটা মারে তারা?
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর? রবীন্দ্রনাথ? দেকার্ত ?
সক্রেটিস? যাদের থেকে বই ধার নিয়েছিলাম?

আমি আর কবিতা লিখব না
লিখব না কোনো মর্মান্তিক অনুভূতি;
শব্দ এখন শব,তাকে কাফনে মুড়িয়ে
পুড়িয়ে ফেলা হবে নিমিষে;ঠিক সিলিংফ্যানের
মতো একই বৃত্তে বছরের পর বছর ছটফট করবে কবিতা!
দাউ দাউ করে জ্বলে উৎকট গন্ধে পরিবেশ বিষিয়ে দিবে,উল্লাস করবে
সকল সমালোচক-শত্রু-বন্ধু আর প্রেমিকারা নাক সিঁটকিয়ে বলবে,কবি!ইস…

 

বিশুদ্ধ হবে কবে

 

অসভ্যতার জন্মে তোমাদের ঢাকঢোল,
সভ্যতার মৃত্যুতে তোমাদের উল্লাস,
ধ্বংসের খেলায় মাতাল,
পায়ের নীচে পবিত্র মাটি পিষে,
সভ্যতার দেহ থেতলে দিয়েছে মাটির সাথে,
বেঁচে আছ পৃথিবী নামের কোন ভিন গ্রহে।
আজ কি তোমরা সবাই মানুষ?
তাহলে তোমাদের চোখে জল কই?
একদিন তোমাদের চোখে জল ছিল,
ছিল বিবেকের দীপ্তশিখা,
মানবতাবোধের উপাখ্যানে ছিলে তোমরা প্রধান চরিত্র।
শরীরের রন্ধ্রে রন্ধ্রে মানুষের রক্ত প্রবাহিত হত,
তখন তোমাদের রক্তের বর্ণ ছিল লাল।
ধরণীর নরম বুকে অপরাধবোধ বলে একটা শব্দ ছিল।
একদিন তোমরা সবাই ছিলে সৈনিক,
বেঁচে থাকার কিংবা বাচিয়ে রাখার প্রানপন চেষ্টা ছিল,
ছিল পরিশ্রান্ত শরীর ,বিষণ্ণ মন।
বসন্তের সৌরভে এখন অবিবেকের আনাগোনা,
রক্ত পিপাসুর তান্ডবে দাউ দাউ জ্বলে মানবতা,
সভ্যতার অস্তিত্বের সৎকার শ্মশানে,
ছাই ভস্ম বিলীন হয় তাজা রক্তের স্রোতে।
একদিন তোমাদের চোখে সুন্দর স্বপ্ন ছিল,
জীবন বিলিয়ে মানুষের তরে,
তোমরা ছিলে মানুষদের মত দেখতে ,
বিপদে আপদে উপকারী মানুষ রুপে।
ক্ষয়ে ক্ষয়ে মানবতার মৃত্যুতে
তোমরা আর বিশুদ্ধ হবে কবে।

 

তোমার শহরে

 

এখন না হোক, যখন তুমি বৃদ্ধ হবে
তখন আমার কবিতারা নীশি রাতে গন্ধ ছড়াবে
তোমার তখন আমার সাথে কথা বলার তীব্র ইচ্ছে হবে
ইচ্ছেরা ছুটোছুটি করবে চারটে দেয়ালপর এদিকসেদিক
তুমি সেদিন নিজের চিৎকারের শব্দটা নিজেই শুনবে
এদিকে শব্দরা শব হবে আমার, পোড়িয়ে দগ্ধ করা হবে লিখিত অনুভূতি
তুমি গন্ধে অনুভব করবে অনেক কাছের কিছু
যতটা কাছের হলে শরীরের স্পর্শ, ঘামের গন্ধ অনুভব করা যায়
ততদিনে আমি মৃত্তিকার সাথে মিশে যাবো
মৃত্তিকা আমাকে জড়িয়ে নিবে পরম ভালোবাসায়
আমি কঙ্কাল হবো সেদিন
তুমি আরেকটিবার আমার আকুতি শোনার তীব্র ইচ্ছে নিয়ে রাত জাগবে
হাজারো বারণের পরেও যে মানুষটা বলে উঠতো
‘ভালোবাসি’
ভাবতেও কেমন শরীর থমকে যাবে; সে আজ নিঃস্ব প্রান।

তখন কবিতারা গন্ধ ছড়াবে..!
অজান্তেই গোছানো থাকবে একটি কবিতার বই
সেখানেও লিখা থাকবে ‘ভালোবাসি’
সুভাষ ছড়াবে কবিতারা,
তুমি দগ্ধ হবে কবিতায়; যদি আর দেখো কোন লাইন ‘ভালোবাসি’

আমাকে ভুলে যাওয়া অতটা সহজ নয়
তোমাকে না পাওয়ার বিরহ যাকে দিয়েছে বিষাক্ত কবিতা
একদিন সে কবিতা গন্ধ ছড়াবে তোমারই শহরে…!

 

হে সভ্য সমাজ

 

মনের অভিসন্ধি বুঝতে বুঝতে আর কত বিবেক খুন করব?
হে সভ্য সমাজ, তোমাকে বুঝতে পারিনি,
বুঝি না, কোন কালে বুঝব? তা জানি না।
সভ্যতার চাদরে ডেকে রেখেছে প্রতারনার তরতাজা দেহ।
নতজানু বিবেকের পা চুষে চুষে
লুকোচুরি খেলে যায় সভ্য সমাজ।
মুখ ও কথার ব্যবধানে সংকটে সমাজ, সংকটে জাতী?
অনেক দূরে চলে এসেছি।
পুষিয়ে রাখা অবাঞ্ছিত বিবেক, মানবতা
যুগ যুগ ধরে এলকোহলের গ্লাসে বন্ধি।
এই সভ্য সমাজে,রাজনীতির কোলাহলে।
প্রতিক্ষণেই মুখে যত বলি সন্ধির প্রলাপ,
সভ্য মনের ভিতর জমা রেখে হাজারো পাপ।
অবিশ্বাসীদের বিশ্বাস করে
ভাইয়ের রক্তে রাজপথ রাঙিয়ে দিয়ে
লালা গালিচা বানিয়েছি সভ্যদের জন্য।
কতটুকু হিসেবের পর পাওয়ার দুঃখ বেদনা পরিমাপ করা যায়?
অন্তর জ্বালিয়ে পুড়ে ছাই হলে কি
শুদ্ধ হয়?
ফুলের সৌরভের ছোঁয়া লাগেনি বলে কি
বিমর্ষ হয়ে যাবে জীবন?
গ্রহণ কালের দুবৃত্ত সময়গুলো সব কিছু নষ্ট করে দিয়ে
বিষাক্ত নোংরামিগুলো সমাজের সভ্য শ্রেণীতে আসন পেতে বসেছে।

 

আটাশের চোখে এখন আমি

 

একটা সময় ছিলো কারো সাথে দ্যাখা হবে
কিংবা ঘুরতে বাহির হবো জানলে
ড্রেস মেচিং করা নিয়ে খুব ব্যাস্ত হয়ে পরতাম
চুল গুলো ঠিক কিভাবে রাখবো এ নিয়ে খুব চিন্তা হতো,
পারফিউম আসলে কোনটা ঠিক আছে বুঝতেই কত সময় লাগতো,
এখন আর হয়না এমন কিছুই
অমর প্রেম শ্বাশত ভালোবাসা
কিংবা লন্ড্রি দোকানে একদিন আগেই শার্টটা দিয়ে আশা,
আমার চুলগুলো ঠিক কতটা উষ্কখুষ্ক হয়েছে তা আর খবর রাখা হয় না
রাস্তায় রিকশায় কিংবা বাসের শেষের জানালার পাশে বসে
বাহির থেকে ঠিক কেউ চোখে চোখ পরলে কেমন লাগে তা আর ভাবি না,
কালার মেচিং করে যে ঘড়ি পরার অভ্যাস ছিলো
তা এখন আর নেই, এখন সময়কে বড্ড বেখেয়ালি মনে হয়,
যে ঠিক মতো আমার খবরই রাখে না তাকে আমার হাতে ঝুলিয়ে রেখেই বা লাভ কি?
এখন ঘার্মাত্নক শরীরে হাটলেও কারো কথা মনে পরে না,
মনে পরে না, একদিন কারো বাহারি ওর্না আমার ঘাম মুছে দিতো,
পার্কে আমি এখনও যাই,
কিন্তু আগের মতো ঠিক টাইম করে যেতে হয় না
যখন ইচ্ছে গিয়ে বসে পরি, সিগারেটে এখন আর কোন ক্ষতি হয় না
আগে সিগারেটে আগুন ধরাতেই কেন হাত কাপতো; কখন না সে আবার রাগ করে বসে।

আমার এখন সব যায়গা একই মনে হয়
আটাশের তরুণ তরুণী ইচ্ছে হলেই মেলবে ডানা
দাগকাটা সব হয়না ক্ষত পৃথিবীটা আমার জানা
এখন আর হয়না এমন অনুভূতি নতুনত্ব কিংবা লোকের কথা।।

 

রঙ বদল

 

রঙ বদলাতেই থাকে সময়ের সাথে সাথে
হৃদয়ের গভীরে থেকে যায় কিছু স্মৃতি
কিছু ভাগ করে নেওয়া যায়
আর কিছু বেদনার স্তুপ হয়ে
পড়ে থাকে মনের গভীর অরন্যে
খুঁচিয়ে মারে সময়ে অসময়ের বিভাজনে
ছায়ার মতো একাকীত্বের সঙ্গী হয়ে থাকে
হটাৎ না চাওয়া বৃষ্টির মতো!
না বলা সেই কথা গুলো বলার জন্য
আজও খুঁজে ফিরি তোমাকে !

ইচ্ছে করে ফেলে আসা শৈশবের মত হতে
কিন্তু চাবিটা যে সময়ের স্রোতে হারিয়ে গেছে!
আমার একলা আকাশ ভাবনার জগতে
জোসনা হয়ে শুধু তুমিই-
শুধু তোমার জন্য ইছে করে একলা থাকতে
সব যেন তোমার জন্য!
শ্রবনের কালো মেঘে গোটা শহরটা ডুবে গেছে
অন্ধকারটা এই গ্রাস করলো বলে-
দুটো শালিক তখনও ব্যাস্ত প্রেমে
সমাজের কোন বাধাঁ ওদের আলাদা করতে পারেনি
ওদের সহজ সরল ইতিহাস-
হয়তো কেউ কোনোদিন ভবিষ্যতেও পড়বে না
ওরা সময়ের সাথে থেকে যাবে চিরকাল অচেনাই!
ওরা সব দল বেঁধে যায় কত না আনন্দে
আমি একা বিরহের নিরালা ধারে
প্রতিদিন সুর্যটাকে ডুবে যেতে দেখি,
সেই পুরানো টেবিল ফুলদানী আজও পড়ে আছে
আর আছি আমি!
এত খুঁজি তোমাকে কই তুমি তো আসো না!

 

একজন প্রেমিকার খোঁজে

 

এ শহরে প্রেমিক আছে!
একটা প্রেমিকা নেই, প্রেমিকা..
যে চোখে চোখ রাখলেই সে বুঝতে পারবে,
বুকের ভেতর জমাটবাধা নিকোটিনের আকড়ে ধরা কষ্টগুলোর অভ্যক্ত কথামালা।
কতটা প্রণয়হারা হয়ে আছে এ হৃদয়
উতপেতে তাকিয়ে আছে কখন আসবে প্রেমি
বলবে সব জ্বালাময়ী প্রেমর কথা।

এ শহরে প্রেমিক আছে!
কেবল একটা ডাক্তার নেই, ডাক্তার..
যে মুখে মুখ রাখলেই সে বুঝতে পারবে,
হৃদয়ের ক্ষতগুলো কতবড় হয়েছে দিনকে দিন, প্রেমিকার স্পর্শ না পেলে মৃত্যু নিশ্চিত।
দীর্ঘকাল ভালোবাসা না পেলে হৃদয়ের মৃত্যু হয়ে যায় অবহেলায় একাকীত্ব রোগ বড় রোগ
এতে বহু প্রেমিকের মৃত্যু হয়।

এ শহরে প্রেমিক আছে!
নিতান্তই একটা প্রেমিকা নেই,
যার সঙ্গে দুঃখ সুখ আবেগ অনুভূতি সব বলা যাবে
নির্বিঘ্নে সে চুপচাপ শুনে যাবে বিজ্ঞ শ্রোতা হয়ে,
শুনতে শুনতে কখনো ক্লান্ত হবে না।
ভালোবাসার কঙ্গালরা কখনো ক্লান্ত হয় না,
ভালোবাসা মানে অক্লান্ত মনোযোগ দিয়ে পস্পরকে হৃদয়ের কাছে টানা।

এ শহরে একজন মনের মতো প্রেমিকের বড়ই অভাব!
যাকে বলতে গিয়েও বলতে পারিনা, ছুঁতে পারিনা নির্বিঘ্নে।
একজন প্রেমিকার অভাব যার সামনে গেলেই ভালেবাসার কান্না চলে আসে

আর সে টলমল চোখে এই প্রেমিকের চোখের জল মুছে দিবে।
আর জড়িয়ে ধরে বলবে ভালোবাসি, ভালোবাসি।

 

একটি সন্ধ্যার এপিট-ওপিট

 

আজ সেই মেঘলা সন্ধ্যে
ঠিক এমন সময়েই কল এসেছিলো একটা পরিচিত নাম্বার থেকে
রিসিভ করেই জিজ্ঞেস করেছিলাম;
চাকরিটা হলো? না সূচক উত্তরে চোখের কোনে জল জমাট বেধেছিল,
নিজেকে মানিয়ে নিয়ে সান্ত্বনা দিয়েছিলাম তোমায়,
তোমার পরিবার যখন দূর দূর করছিলো তখন ঠিক এই বয়স বেড়ে যাওয়া আমিটাই তোমাকে আগলে রেখেছিলাম,
কখনো ক্লান্তি স্পর্শ করতে পারেনি তোমায়।

বিচ্ছেদের দীর্ঘ জার্নি শেষে
আজ আবারও শীতন সন্ধ্যার দেখা পেয়েছি
তুমি গলির মোরে চায়ের কাপ হাতে হতাশা পোহাতে ব্যাস্ত
সিগারেট জ্বলছে তোমার হাতে, অথচ আমি দেখছি তোমার হৃদয় আজ কতটা জ্বলছে।
আজ আর কাছে গিয়ে পাশে বসে সান্ত্বনা দেওয়ার মতো অধিকার আমার নেই।
আজ আমি অন্যকারো ঘড় অন্য কারো ঘরণী,

বুঝলে এই শহরটা গোল, সুদিন যেমন দেখতে হয় দুর্দিনও দেখতে হয়,
বিচ্ছেদ আমার হয়েছে, ভেঙেছে আমার হৃদয়
বিচ্ছেদ তুমি করেছো, ভেঙেছে তোমার ঘর।।

 

হ্যারিকেন

 

আমি শপিং মল ভালোবাসি না। ভিড় পছন্দ না। আমি সিসিডি ভালোবাসি না। হুক্কা বার, পাব, এ’সবে রয়েছে তুমুল অস্বস্তি। দামি রেস্টুরেন্টের টেবিল এটিকেটসে আমার জড়তা। আমার ময়দান ভালো লাগে, সমুদ্রের পাড় ভালো লাগে, আর ভালো লাগে নির্জন রাস্তা। আমি চট্টগ্রামের পাহাড়ি টিলার নীরবতা ভালোবাসি। বৃষ্টি ভিজতে ভালোবাসি। চুপচাপ ছাদে বসে আকাশ দেখতে ভালোবাসি। রাস্তার ধারের চাউমিনের প্রতি মারাত্মক দুর্বলতা। চা ভালো লাগে ছোট ছোট চায়ের দোকানগুলোর।

আমি এই যুগের নেটফ্লিক্স এন্ড চিল টাইপ নই। আমি হট এন্ড ডুড টাইপ নই। আমি সে নই যাকে দেখে ক্রাশ খাওয়া যায়। আমি একটু সেকেলে টাইপ। দু’দিনের নেশা আমায় আকৃষ্ট করে না। আমার মতো সেকেলেদের কাছে, অভ্যাসের থেকে বড় কোনও নেশা নেই।

হাজার ওয়াটের হ্যালোজেন এর যুগে এই হ্যারিকেনের বড়ো অভাব , হারিয়ে যাচ্ছে হ্যারিকেন আর আমাদের মতো হ্যারিকেন প্রেমীরা আলোর অভাবে অন্ধকারে তলিয়ে যাচ্ছি।

 

সিলিং থেকে ভূত

 

ডাকছে
কাছে গেলাম
তারপর, বহুদিন পর ফিরে এলাম
এই এত বছর আমার দেহটারে
কেউই সিলিং থেইকা নামায় নাই

শহরে নিখোঁজ বিজ্ঞপ্তি
প্রেস, মিডিয়া, সাংবাদিক, পাড়া-পড়শীরা সবাই আসলো, তুমিই আসলে না
শেষে পুলিশ মিথ্যা অপবাদ দিয়া কইলো
আত্মহত্যা

কে জানে কপালের লিখন!
আবার দেখা হইলো
মিথ্যা অপবাদ দাতাকে শেষ করলাম
তুমি কি নির্দোষ?
নাকি তোমারেও খাইয়া দিতাম।।।

 

পাঁচ আঙুল

 

পাঁচ আঙ্গুলে কালো চুলে
পরিয়ে দিলাম বেলি,
সরল বুকে আদিম সুখে
পাঁচ আঙ্গুলে খেলি।

পাঁচ আঙ্গুলের ফাঁক ফোঁকর
বলতে পার? কেন?
আমার পাঁচে তোমার পাঁচ
আঁকড়ে ধরে যেন।

শুনবে আমার পাঁচ আঙ্গুলের
কিছু কথা অল্প,পাঁচ আঙ্গুলের
ফাঁক ফোঁকর এক একটি গল্প।

পাঁচ আঙ্গুলে ছুঁয়ে দেখি
নরম তোমার বাঁক,অন্য পাঁচে
ঘুচিয়ে দিলাম আঙ্গুলের যত ফাঁক।

 

আমি তোমার প্রেমিক

 

ধরো তোমায় মুক্তি দিলাম , তারপর ?

মনের সুখে উড়তে উড়তে একটা সময়ের পর তোমারও ক্লান্তি নামবে ।
দুটো ডানা অবশ হয়ে আসবে,
ইচ্ছে করবে তোমার ক্লান্ত মাথায় একজন কেউ হাত রাখুক ।
তোমার ক্লান্ত শরীরে চাদর ঢেকে দিক ।
ইচ্ছে করবে তোমার মাথার পিছনে তার হাত দিয়ে তোমার মাথাটা তুলে ধরুক ,

তারপর তোমার ঠোঁট’টা তার ঠোঁটের কাছে যেন নিয়ে এসে আলতো চুম্বন করে বলুক –
“আমি তো আছি ভয় কিসের” ?

আদর যখন থামবে চোখ খুলে দেখো ।
তোমাকে মুক্তি দেওয়া মানুষটার কাছে ,
আবারও তুমি আশ্রয় নিয়েছ ।
হ্যাঁ ওটাই আমি । ফিরিয়ে দিতে পারিনা ,
বরং অনেকটা যত্নে আগলে রাখি

 

অনিরুদ্ধ রনি, জন্ম – ১১ জানুয়ারি, কুমিল্লা জেলার চান্দিনা থানার দোল্লাই নোয়াবপুর ইউনিয়ন সংলগ্ন লেবাশ গ্রামে জন্মগ্রহণ করেন।  মা বাবা ভাই সহ চারজনের পরিবারের তিনিই ছোট।  তিনি ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং শেষ করে বর্তমানে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে বি এস সি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং করছেন। তিনি কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ ও লিখেন। কবিতা লিখাই তার পছন্দ।  লেখকের প্রকাশিত যৌথ ও সম্পাদিত কবিতার বইয়ের সংখ্যা ০৬ টি এবং একক কাব্যগ্রন্থ – ‘চুম্বনের উত্তাপ’ বইটি পাঠকদের কাছে বেশ জনপ্রিয়তা পেয়েছে। পৃথিবী বইয়ের হোক।