তিনটি কবিতা
সাদাত সায়েম
রংরুট সহযাত্রী
কামরাভর্তি রংরুট
নির্লিপ্ত নিরাসক্ত ভঙ্গি
ঘটনাচক্রে আমি আজ
এক ট্রেনে তাদের সহযাত্রী
তারা কি কিছু ভাবছে?
এই ধরুন— ফেলে আসা ভোর,
শেফালি ফুল, সুগন্ধি রুমাল
কিংবা চিত্রলেখা স্টুডিও’র মোড়?
নাকি জেলা-সদরে সিনেমা দেখা
ফিরতি পথে বাসের ছাদে চড়তে গিয়ে
বোনের বিউটি ক্রিম হারিয়ে ফেলা?
সহযাত্রীরা আদৌ কী কিছু ভাবছে?
নাকি না-ভাবার গোপন নির্দেশ জারি আছে?
যে বাড়ি ফেরে না
এই শীতে
অবশেষে ফিরে যাবে সবাই
নিজ নিজ গৃহে
শুধু সে যাবে না
স্ট্রিটলাইটের আলোতে
রোদ পোহাবে আর ভাববে—
কোথায় যে যেতে চেয়েছিল!
কার কাছে! কবে যেন ডেকেছিল!
ইদানীং জন্মদিন
ইদানীং জন্মদিন এলে কেমন জানি লাগে!
মনে হয় দূর ছাই আবার মাতৃজঠরে লুকাই!
কিংবা ভাবি–
গাছ হবো জলের দিকে আনত!
আবার ভাবি–
বরং মাটি হই তোমার পায়ের ধুলা হই!
************************************