পাঁচটি প্রেমজ অণুগল্প
সাদাত সায়েম
চতুষ্ক
তারা বিছানায় পরস্পরের পিঠে পিঠ ঠেকিয়ে বসে ভাবছিল অন্য দুজন নর-নারীর কথা।
পড়শি
বহুদিন পর পড়শির সাথে দেখা হলে সে তার স্মৃতির দেরাজ মেলে ধরলো। আমি আমার কৈশোরের নানা রঙয়ের শার্টগুলি আবার আনকোরা অবস্থায় দেখতে পেলাম!
গোপন
সে গোপনে এসেছিল, গোপনেই চলে গেলো। আসা-যাওয়ার কথাটা শুধু প্রকাশ হয়ে পড়লো!
ঢঙ
দেখ্, দেখ্, আমার চোখের তারায় প্রজাপতির রঙ!
কোথায় পেলি? আমি জানতে চাইলাম।
কোথায় আবার! তোর লেখার খাতায়!
প্রেমালাপ
– তুমি যদি চাইতে, আমি আমার আত্মাটা তোমাকে খুলে দিতে পারতাম, আর তুমি কিনা চাইছো এক-হাফ তেহেরি!
– ওটা আমার আছে! তোমারটা নিয়ে কী করব! তোমারটা তো আমার নাম জপে। আমি তো তোমার নাম জপতে চাই!