কবি ফজলুল হক-এর মৃত্যুতে গভীরভাবে শোকাহত
বাংলা সাহিত্যের নিভৃতচারী কবি প্রাবন্ধিক গীতিকার ও সমালোচক ফজলুল হক আর নেই। তিনি ছিলেন মনমানচিত্র-এর পৃষ্ঠপোষক। প্রকাশের পূর্ব থেকেই তিনি ভার্চুয়ালি নানা পরামর্শ দিয়ে আমাকে সহযোগিতা করেছেন। প্রগতিশীল চিন্তাচেতনাসম্পন্ন কবি-লেখকদের প্ল্যাটফরম হিসেবে মনমানচিত্রকে গড়ে তোলার পরামর্শ দিয়েছেন। তাঁর মৃত্যুতে মনমানচিত্রের পক্ষ থেকে গভীর শোকপ্রকাশ করছি। ফজলুল হক ছিলেন মনীষাদীপ্ত পঞ্চখন্ডের [বিয়ানীবাজারের] উজ্জ্বলতম ব্যক্তিত্ব, আশির দশকের কবি। মাত্র ৬১ বছর বয়সে বিদায় নিলেন যাতে বাংলা সাহিত্যের অপূরনীয় ক্ষতি হয়ে গেলো। ।
কবি ফজলুল হকের জন্ম ১৯৬১ সালের ১ সেপ্টেম্বর, সিলেটের বিয়ানীবাজার। প্রকাশিত কাব্যগ্রন্থ : ‘পৃথক দংশন’, ‘কবির জন্মদিন’, ‘শঙ্খ ঘোষের সঙ্গে ‘নির্বাসনের দিনে’। সম্পাদনা গ্রন্থ : ‘তপোধীর ভট্টাচার্য : জীবন ও কর্ম’। ছিলেন গীতিকার। সিলেট বেতারের জন্য গান লিখেছেন। করেছেন সাংবাদিকতা। বিয়ানীবাজারের সাহিত্য-সাংস্কৃতিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন।