You are currently viewing দুইটি কবিতা / সায়মা হাবীব

দুইটি কবিতা / সায়মা হাবীব

দুইটি কবিতা

সায়মা হাবীব

 

আবেশন

 

প্রতিপক্ষ ভেবে যে কলিগুলি ছিঁড়ে ফেলি, তারা সব

ফুল হয়ে আসে। কিছুতে মস্তিষ্ক আচ্ছন্ন,

মস্তিষ্ক কিছুতে আচ্ছন্ন। ইমারতজুড়ে নড়বড়ে ইটগুলি

নৃত্যপর, স্ফীতোদর বিন্দুগণ উত্তল এগোতে থাকলে

টলে যায় রেখার অন্বয়

 

এরকম হয়।

খননের আগে যে-জমিন ছিল না তাতে

উপ্ত এই আপ্তসত্য দণ্ডায়মানতাকে খারিজ করেও

স্থির দাঁড়িয়ে থাকে

 

যেন চা খাব ভাবি কিন্তু খাওয়া হয় না

 

যেন চা খাব ভাবি কিন্তু খাওয়া হয় না

 

কোনো সুতাই নড়ে না ইচ্ছায়

 

অন্য রুটের চাঁদগুলি এই রুটে আলো দিচ্ছে

 

দু’হাতে নিজেকে সরিয়ে নেমে যায় স্বয়ং স্রোত

 

অর্থ তোল ছায়া, নিরর্থকেও তোল

 

সশঙ্ক থেমে আছে মনুষ্যের অতীত

 

নেপথ্য চিৎকার কাদের মর্মে বাজছে : আগুন কমাও

 

আগুন কমাও