You are currently viewing জেনিস মাহমুনের একগুচ্ছ কবিতা

জেনিস মাহমুনের একগুচ্ছ কবিতা

 

জেনিস মাহমুনের কবিতা

প্রেমিক

খোলা জানালাকে প্রহরায় রাখে এই কয়টি শিক

গার্হস্থ্য ভেঙে তুমি যদি হয়ে ওঠ উন্নাসিক!

এই আষাঢ়ে তো পরাজিত: আকাশ পেরুনো রোদ

বৃষ্টিই সত্য! এখানে বিরাজমান এই খণ্ডিত-বোধ।

মন যদি পুরোপুরি শূন্য হয়ে যায়, কেউ চায়?

প্রেম আসে মম নির্মম প্রতিবন্ধকের ভূমিকায়।

বর্ষণ ডেকে যায়, ফেলেও যায় সাড়াহীন

আবর্তনে কাটছে তো ফের, … সারাদিন?

তোমাকে প্রহরায় রাখে এই কয়টি মাত্র শিক

তুমি তো প্রেমিক, কখনো হবে না ঐতিহাসিক!

০৬.০৭.২১

রাত ৮.৫১

 

লীলা

ঘরের বুকে জানালা-চোখ

বাইরে দেখ বৃষ্টির শোক

এই বরষায় কোন ভরসায়

নারীটিও ভাঙিতে চায়

শহরের দৈর্ঘ্য-প্রস্থ-খন্ড

নিসর্গ লন্ডভন্ড-পন্ড

বাতি টিমটিম এভিন্যু

বিপর্যয়ের ক্ষিপ্ত রেণু

গায়ে মেখে কে প্রমীলা!

প্রণয়ও এক দুর্যোগ-লীলা

কে ভাঙে, কে ভাঙিতে চায়

বরষাই নিল জুটির দায়

দৈর্ঘ্য-প্রস্থ-খন্ড লন্ডভন্ড-পন্ড

১৯.০৫.২১

 

টিকে থাকি

 

আমরা চলে যাই, তবু বংশধরের কাছে রেখে

যাই ক্রোমোজমের জিদ। বিভাজিত হয়েছি

বারবার, তবু দূরত্বের আদরে দাঁড়িয়ে আছে

মঠ ও মসজিদ। প্রাচীন রেওয়াজে আমাদের

প্রতিপক্ষ লাগে, নিজেকে তীক্ষ্ণ করার বিষ:

পেশির সামর্থ্যে মিশে আছে শত্রুর আমিষ।

তবু রক্ষা করে চলি শত্রুর অতিথিপরায়ণতা

কারাগারে কিংবা মৃত্যুর মাঠে। ক্ষুধায় পশুর

অধম স্তরে নেমে যাই, হিংস্রতায় ভোজালির

ঠোঁট আর বাটে দূরত্ব থাকে না এতটুকু। তবু

টুকটুকে জীবনের নিষ্পাপ লাবণ্যের কাছে

জমা রেখে আসি বিশ্বাস: জীবন অলৌকিক!

২০.০৫.২১ 

 

ঘর

 

চতুষ্কোণ প্রতিরোধে আটকে রাখলে ভূমি

সময় আর সে মন্ত্রমুগ্ধ জুটি, ছিল যাযাবর

তোমার ভ্রুকুটিতে সেও বশ্যতায় খুঁজে নিল

তোমাদের ঘর। সেই থেকে মানুষের মন ও

দেহ পোষ্য, গৃহপালিত: অধিমুক্ত জীব ও জন্তুর

সাথে। সেদিনই জানতে, এই ব্যবস্থাপনার

চতুর্ভুজ আকৃতিতে নির্বিঘ্ন তোমার মনের

আকুতি ও পেশির স্থাবর ক্রোধ।

 

ভোগের সব পোষ্য আলিঙ্গনে তুলে ধর্ম

গ্রন্থের প্রতিপাদ্য মলাটের মতো যখন তখন

দরজার বুক বন্ধ হয়ে যায়! অনধিকার

প্রবেশ নিয়ে আলো-ছায়ায় দ্বিধাদ্বন্দ্বে ভোগে

প্রতিহত রোদ। এইখানে উদ্‌যাপিত হয়

হোক: পেশির স্থাবর-অস্থাবর ক্রোধ।

২৭.০৬.২১

 

ভিখিরিরা

 

সে-পথে করুণার গান গেয়ে হীনবৃত্তিকে ঈশ্বর

ও তার নবীর মনোবৃত্তির সাথে ছদ্মবেশ ঘটিয়ে

ভিখিরিরা দলবদ্ধলয়ে অর্থনীতির মহল্লার ভিড়ে

হল্লা করে করে যায়, মাছের আঁশের মতো মুদ্রায়

সড়কের মৃত বুক চমকায় ধাতব স্বরে। তোমার

ঘরে ঠেকেছে তাদের পথ, তাদের আবেশের

দিকে তুমিও ছুড়ে দিয়েছ তোমার নাভির মতো

গোল চকচক মুদ্রার মায়ার শপথ: অর্থনীতির

উত্তেজিত স্তনের মতো পরিপাটি মাটি-পাত্রের

অস্থায়ী সঞ্চয় থেকে তুলে। এই সব উত্তেজিত

প্রতীকের হুলস্থূলে মাতাল আমার বিবেক! প্রাক-

হরপ্পার ভৌত পুরুষের নারী-সংযুক্তির অনাচার

পেশির সঞ্চয়ে রেখে মিশে আছি ভিখিরির ভিড়ে

দেহে ঈশ্বর, নবী ও প্রেমিকের অবিকল ভেক

 

১৬.০৬.২১

রাত ১০.৫৭

 

 

 

 

জেনিস মাহমুন

 

জন্মঃ জানুয়ারি ০১, ১৯৬৯; ঢাকা।

ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর।

প্রকাশিত বইঃ ১৩টি কাব্যগ্রন্থ।

ই-মেইলঃ janismahmun@gmail.com