You are currently viewing পুনঃঘোষণা

পুনঃঘোষণা

আমাদের আহবানে সাড়া দিয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তের বাংলা ভাষাভাষী কবি ও লেখকদের অভূতপূর্ব সাড়া পেয়ে আমরা অভিভূত| তবে অনেকের প্রেরিত লেখা নিয়ে কিছু ‍সমস্যা হচ্ছে তাই নিম্নোক্ত বিষয়গুলো স্মরণ করিয়ে দিতে চাই|

  • মন-মানচিত্র দ্বি-মাসিক
  • দুই সংখ্যার মধ্যবর্তী সময়ে নতুন লেখা আপডেট করা হয়ে থাকে
  • লেখা সারাবছর পাঠানো যাবে
  • গল্প, কবিতা, প্রবন্ধ এবং অনুবাদ ‍সাহিত্য পাঠানো যাবে
  • অভ্র/ইউনিকোডে টাইপ করে লেখা ইমেইল বডিতে পেষ্ট করে পাঠাতে হবে
  • স্ক্রীনশটে পাঠানো লেখা বাতিল বলে গণ্য হবে
  • ইমেইলই হবে একমাত্র যোগাযোগ মাধ্যম: monmanchitra@gmail.com
  • শুধু প্রথম লেখার সাথেই ছবি ও সংক্ষিপ্ত পরিচয় পাঠাতে হবে
  • লেখা মনোনয়নের ক্ষেত্রে ‍সম্পাদকের সিদ্ধান্তই চুড়ান্ত
  • অমনোনীত লেখা ফেরৎ দেয়া হয় না