একটা জীবন
একটা জীবন ঘুড়ির মতো ওড়ে
নাটাইখানি কার হাতে যে ধরা ——
একটা জীবন
ঘুড়ি
ভোকাট্টা
২.
এক জীবনে অনেক জীবন ঢোকে
কোন্ জীবনের কী আছে মরতবা
সামনে যে অনন্ত জীবনখানি
এক কুঠুরী অযুত শীতলতা
তাকেও তোমরা জীবন
বলে ডাকো!
৩.
শুনেছিলাম
ঠাণ্ডা বাতাস ঢুকবে ——
মাটির ঘর
এমনিতেই তো ঠাণ্ডা,
বরং কিছু পেলে আগুন-হল্কা
ওম লেগে মন
শান্ত হয়ে
বসতো
৪.
জীবন ছিল জন্মের আগে ন’মাস
যেন ভীষণ স্বাধীন হবার যুদ্ধ
জন্মে দেখি
জীবন শুধুই
যুদ্ধ
মরার জন্যে লড়াই সারা জনম।
মরার পরেই
নির্বাণে যায়
বুদ্ধ,
মরলে বুঝি
জীবন বাঁচে শুদ্ধ!
৫.
এক জীবনে হাজার রকম ফ্যাকরা
আহার অন্ন চিন্তা চমৎকারা
কোথাও উদাস মনের ঘুলঘুলি
কোন্ ডালে আজ বসেছে বুলবুলি
কোথায় শান্তি দুয়েক দণ্ড জমে
একজীবনের পথ যে কখন থামে
জীবন যখন আজ
হঠাৎ পড়া বাজ
তবু জীবনটারে
চাই না যেতে ছেড়ে
৬.
গোল বেঁধেছে আসমানে আর
গোল বেঁধেছে জলে
মাথার ভেতর গোল বেঁধে যায়
হট্টগোলের ফলে
জীবন একটা যাত্রাপালা
ঝুটঝামেলা শত
তবু জীবন অনন্তের
লক্ষ্য নিয়ে চলে
৭.
ইনফিনিটি ইনফিনিটি
দেয়ালবিহীন মহাবিশ্বটুকু
ইনফিনিটি বোসন কণা
কোয়ান্টামের ঘোর
ইনফিনিটি মোনালিসার
ঠোঁটের কোণে লুকিয়ে রাখা হাসি
যেমন তীব্র ভালবাসায় তেমন তর্কে
পায়ের তলা হারিয়ে ফেলে
ইনফিনিটি ভূমি
এসব ভীষণ বোর
কিংবা সে নীলস বোর
চলছে খেলা ইনফিনিটি
জীবন সূত্র ধরে
৮.
এসেছি না বুঝেই
বুঝিনি থেকে থেকে
যাওয়াও পারি নে
কিছুই বুঝতে
৯.
যখন মরে কেউ
যুঝতে যুঝতে মরে
রোগের সাথে কিবা মনের সাথেই;
জীবন বাঁচানোই পরম ধর্ম হে
বাঁচলে গাজী সবে
মরলে নিশ্চয় সে বীর শহীদই।
১০.
সে নাকি আমাকে এক
স্বপ্নবাড়ি এঁকে দেবে
যেমন লেখক চায়
যেরকম কবি চায় তার বাড়ি ——
মানুষ সত্যিকারে
যে বাড়ি পাবে শেষে
অবহেলা ছাড়া সেথা
আলো হাওয়া জল
কিছুই থাকবে না
০৪-আগস্ট-২০২১; দুপুর ১:১৭