You are currently viewing হোসাইন কবিরের কবিতা

হোসাইন কবিরের কবিতা

হোসাইন কবিরের কবিতা
 
দ্বিখণ্ডিত গানের কণ্ঠ
 
মানুষটি গতকালও অত্যন্ত দরদ দিয়ে
আপন মনে গাইছিল–
          ‘আমি কান পেতে রই…..’
কার অপেক্ষায় ছিলেন তবে
রক্তে রাঙা ফুল-বাসরে
গোধূলিবেলায় মেঘের ছায়ায়
 
মানুষটি গতকালও হাঁটছিল
           রেলপাতের সমান্তরাল
হাজার রাত্রির নিস্তব্ধতায়
বাজলো ঘণ্টা ট্রেনের হুইসেল
আমরা শুনতে পেলাম
নিথর দেহের এলিয়ে পড়ার
দ্বিখণ্ডিত গানের কণ্ঠ
গুনগুনিয়ে গাইছে কেবল–
           ‘আমি কান পেতে রই…’
 
*****************************
 

দেখা, না দেখা

যেতে যেতে

ঘর দেখি
      মানুষ দেখি
              শরীর দেখি
 
আলো আঁধারে
ফুলের পাপড়ি– ছড়ানো ছিটানো
জানালা কবাটে– জমাট দুঃখের বালির খিলান
পথে পথে আগন্তুক চোখ
    কালো মাছি
         আরশোলার দল– ঘুরছে কেবল
 
গোরস্তানে
       শ্মশানঘাটে
            মড়া পোড়ানো লাশের মিছিল
আর হাতের আড়ালে স্মৃতিচিহ্নে
মরমী বিলাপ করুণা-কাতর
             কুয়াশাচ্ছন্ন
                       অচেনার মুখ
তবু যেতে যেতে
ঘর দেখি
       মানুষ দেখি
               শরীর দেখি
 
****************************
 

প্রণয় বিষাদ

জোছনায় শরীরের ঘ্রাণ নেব বলে

সূর্যালোয় স্নান করেছি বহুবার
তবু অতীত ছায়ায়—
প্রণয়-প্রলাপে– আমাদের গার্হস্থ্য জীবন
অস্ফুট আবেগ
         অনাগত সম্ভাবনা
উৎসবে আয়োজনে কূটচালে— বিমূর্ত, মলিন
 
দূর দিগন্তের পথে আলপনা
মেঘরঙ রোদের ভেলায়—
যুগল অবগাহন
    আদিম, অবাধ্য জাগরণ
 
জ্বলন্ত রোদের মাঠে
প্রাণময় উচ্ছ্বাসের প্রথম পরশ
তবু ক্লান্তি নামায়– পরম ঘাতক
কাঙ্ক্ষিত সমর্পণে— বেদনা-বিধুর
 
**==**=**==**==**==**