You are currently viewing হাসান ইমতিয়াজ এর তিনটি কবিতা 

হাসান ইমতিয়াজ এর তিনটি কবিতা 

হাসান ইমতিয়াজ এর তিনটি কবিতা 

 

ভাঁটফুলের চিঠি 

 

শীত পেরুলেই

ভাঁটফুল চিঠি লিখে বর্ষাকে

 

দিন যায় —রাত যায়

মাস গিয়ে বছর গড়ায়

তবুও কোনও প্রত্যুত্তর নেই!

 

দুষ্প্রাপ্য ভেবে

ভেতরের অতলান্তিক দুঃখ

রুপালি পুঁটির মতই

রুপালি জলে ঝিলিক দিয়ে ওঠে রোজ!

 

শীত পেরুলেই

ভাঁটফুল চিঠি লিখে বর্ষাকে

 

তবুও বর্ষা কোনোদিন নামেনি ভাঁটফুলে!

 

নুনগাছ 

 

গতকাল

মরতে গিয়ে ঘুমিয়ে গেছিলাম

 

বাবার কবর ভেবে

ছেলেটা বুকের জমিনে

একটা নুনগাছ পুঁতে রাখল

 

হেংগারে শার্টের বদলে

ঝুলছে কাটাছেঁড়া অক্ষর

 

রাতে ঘুম নেই

শ্লেটপেনসিল স্পেলিং করে

একটা শব্দ বেরিয়ে এলো —প্রেম

 

ভুলবশত —

প্রেম শব্দটাই নুনগাছ হয়ে গেছে

ছেলেটা বুঝতে পারেনি।

 

তোমার চোখদুটি 

 

দুটিচোখ

আমার সমস্ত দিন

গিলে খায়

 

তুমি দেখেও

না দেখার ভান করে চলে

যেতে চাও

তবুও আইনের কাঠগড়ায় দাঁড়

করাবোনা কখনোই;

 

শুধু এইটুকু জেনে নাও —

 

তোমার চোখদুটি অসম্ভব

রকমের খুনি,

মনের কথা না শুনে আজ

চোখের কথাই শুনি।