সৃ শর্মিষ্ঠা’র একগুচ্ছ কবিতা
ক্ষণিক আলোকে
গণিকার দেহকোণে যতটুকু মেদ
গনগনে চাঁদ
ব্যথার আনন্দে
থিতু হয় শিশ্ন
কপালে সিঁদুর লাগে আদরে
এই অধম রতির পর
অবধারিত ছিন্নভিন্ন আত্মা
তেষ্টার দিনে
দহনে লেলিহান দুপুর
কোলাহল নিভে গেছে
অভিমানী নদী নজরের ফাঁকে
স্থির সরীসৃপ
উঠোনে বাতাস এসে বসেছিল
ডুব দিল সময়
তেষ্টার দিনে
জল বেয়ে নেমে আসে
শরীরের কষ
ফকিরা
আলোর বিপক্ষে
ঘর ফিরতি পাখির শরীরে
শরবিদ্ধ দিন!
উশীর বনে নিশির ঘ্রাণ
এলিয়ে পড়েছে অভেদ্য খোঁপা
ফুটেছে নাকফুল
যন্ত্রণামুখর করুণ কোলাহল
হেঁয়ালি রোদের মতো অবহেলিত
এমন ফতুর হওয়া সন্ধেয়
ফকির হতে চাই
যমুনার অচেনা বাঁকে
সন্ন্যাসের কৌমার্য…
****************************