You are currently viewing সমালোচনা সাহিত্য সংখ্যা

সমালোচনা সাহিত্য সংখ্যা

সমালোচনা সাহিত্য সংখ্যা

আমাদের এই আয়োজনটি সাহিত্যামোদীদের মধ্যে যথেষ্ট আগ্রহ সৃষ্টি করে। আমরা প্রচুর ইমেইল পাই এবং বারকয়েক লেখার পরিধিও বাড়ানো হয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো মানসম্পন্ন লেখা তেমন পাওয়া যায় নি। প্রতিশ্রুতি দিয়েও অনেকে তাগিদ সত্ত্বেও নীরব থেকে গেছেন।  বাংলা সাহিত্যের ক্ষেত্রে সাহিত্য সমালোচনাকে পাঠপ্রতিক্রিয়ার পর্যায়ে নামিয়ে আনা হয়েছে। এসব পাঠপর্যালোচনা পড়লে মনে হয় অত্যধিক আবেগতাড়িত হয়ে বইয়ের ভেতরের বিষয়বস্তুর বিবিরণ দেয়া হচ্ছে এবং লেখকের প্রশংসায় স্তূতিগান করা হচ্ছে। গঠনমূলক সমালোচনা সাহিত্যে মানোন্নয়নে অনেক গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে কিন্তু আমাদের সাহিত্য সমালোচনা অনেকটা চাটুকারিতা নইলে বিদ্বেষপরায়ণতা। অনেকে আবার তির্যক সমালোচনার নামে আঁতলামি করে সমালোচনাকে আত্মজাহিরের পর্যায়ে নিয়ে যান যা সাহিত্যে বৈরিতার জন্ম দিয়ে থাকেন। এই বিষয়গুলো মাথায় রেখে একটা ইতিবাচক মনোভাব তৈরির লক্ষ্যে আমরা উদ্যোগটি নিয়েছি। বলাই বাহুল্য যে, বর্তমানে যারা সমালোচনা সাহিত্যে বিচরন করছেন তাদের অনেকের সাথে যোগাযোগ করেও তেমন সাড়া পাওয়া যায়নি। এক্ষেত্রে একটা বিষয় লক্ষণীয়, সমালোচনা সাহিত্যের যৌক্তিক মাপকাঠি-সাহিত্যতত্ত্ব, সাহিত্যের অলঙ্কার, আখ্যানশিল্প, এবং দর্শন সম্পর্কিত জ্ঞান ছাড়াই আমাদের দেশে অনেকেই সমালোচনা সাহিত্যে বিচরণ করছেন। নিজেদের সীমাবদ্ধতা ও অপরিপক্কতা প্রকাশিত হয়ে যাবার ভয়েও অনেকে হয়তো অংশগ্রহন করা থেকে নিজেদের বিরত রেখেছেন। তারপরও আমরা যে লেখাগুলো পেয়েছি সেগুলো দিয়ে সংখ্যাটি সাজালাম।

মোজাফফর হোসেনের প্রবন্ধ “সমালোচনা সাহিত্যের কতক কেজো প্রসঙ্গ” একটি উল্লেখযোগ্য শিক্ষণীয় লেখা হিসেবে বিশেষ বিবেচনায় মনমানচিত্রের পাঠকদের জন্য পুনঃপ্রকাশ করা হলো। সমালোচনা সাহিত্য নিয়ে কাজ করতে আগ্রহীদের এই লেখাটি অবশ্যপাঠ্য হিসেবে বিবেচনা করা উচিত বলে আমরা মনে করি।

নিচে লিংকসমেত লেখার তালিকা দেয়া হলো। সকলকে পাঠের আমন্ত্রণ।

সমালোচনা সাহিত্যের কতক কেজো প্রসঙ্গ || মোজাফফর হোসেন

হ্যারল্ড ব্লুম-এর সাক্ষাৎকার, ইভ গারবার || বাঙলায়নঃ আলী সিদ্দিকী

সমালোচনা সাহিত্য কিরকম হতে পারে? ফাল্গুনী ঘোষ

সমালোচনা সাহিত্য নিয়ে কিছু কথা || রুখসানা কাজল

সাহিত্য সমালোচনার এ-পিঠ ও-পিঠ || লিপি নাসরিন

সমালোচনা সাহিত্য ভাবনা ||  মনিজা রহমান

গদ্যের সংসার ও সমালোচনা সাহিত্য ||  তৌফিকুল ইসলাম চৌধুরী

 

সকলের জন্য শুভকামনা।

********************************