বাংলাসাহিত্য একইদিনে হারালো তার চারটি শব্দসন্তান। বাংলাদেশের “টুকাকাহিনী” খ্যাত কথাসাহিত্যিক বুলবুল চৌধুরী, রহস্যোপন্যাস কুয়াশা সিরিজের স্রষ্টা শেখ আবদুল হাকিম, পশ্চিমবঙ্গের “কবিতা জীবন”, “বন্দীকাল”-এর কবি ও জল্প পত্রিকার সম্পাদক, শ্যামলছায়াখ্যাত প্রবীর রায় এবং বাংলাদেশের রম্যলেখক আতাউর রহমান অনন্তজীবনের পথে যাত্রা করলেন।
আমরা গভীরভাবে শোকপ্রকাশ করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।