গাছের শিকড় থেকে আগায়
এক নির্বাক প্রাণ,
দোলে সময়ের সুরে সুরে।
রোদে জলে লড়ে লড়ে ..
বাঁচে।
গুনগুন গান গায়
ডানা মেলে প্রজাপতি
আর মেহনতী মানুষ।
রক্তে লেখা থাকে
জলের অনুভাগ,
বন্যার ঘোলাজলে তাই
হারিয়ে যেতে চায়
লড়াই এর শেষ ইচ্ছাটুকু।
একটি গাছ
এক মেহনতী প্রাণ।
সংগ্রামে, স্বপ্ন দেখে দেখে
উৎসবে মাতে …
বাঁচে প্রতি ক্ষণে।
জড়-আয়ু নিয়ে নয়
বছর বছর …
সাধারণের মতো
সঞ্চয়ের সম্পদে।