You are currently viewing লিটলম্যাগ পাড়া: ঘুংঘুর, পঞ্চায়েত ও মেগালিথিক

লিটলম্যাগ পাড়া: ঘুংঘুর, পঞ্চায়েত ও মেগালিথিক

লিটলম্যাগ পাড়া: ঘুংঘুর, পঞ্চায়েত ও মেগালিথিক

লিটলম্যাগ আন্দোলনকে এগিয়ে নিয়ে যাবার লক্ষ্যে অনিয়মিত হলেও আমরা লিটলম্যাগ পাড়া সক্রিয় রাখার চেষ্টা করি। এক্ষেত্রে সীমাবদ্ধতা হলো যে, লিটলম্যাগ আন্দোলনে সক্রিয় সম্পাদকরা প্রয়োজনীয় তথ্য সরবরাহ করেন না। প্রযুক্তিগত প্রভূত সুযোগ থাকা সত্ত্বেও প্রকাশিত সংখ্যার তথ্য প্রেরণের ক্ষেত্রে তাদের আগ্রহের অভাব পরিলক্ষিত হয়। আমরা তাদের বক্তব্যকে বৃহত্তর পাঠকসমাজের কাছে পৌঁছে দিতে সহায়তা করতে চাই। এক্ষেত্রে লিটলম্যাগের উদ্যোক্তাদেরও এগিয়ে আসতে হবে।

এবারের আয়োজনে আমরা  নিউইয়র্ক বইমেলা উপলক্ষে প্রকাশিত ঘুংঘুর ও পঞ্চায়েত-এর তথ্য তুলে ধরেছি। পাশাপাশি উৎসাহমূলক সংযোজন হিসেবে রাখা হয়েছে মেগালিথিক।

আশা করি পাঠক ম্যাগাজিনগুলো পাঠে আগ্রহী হবেন।

 

ঘুংঘুর

 

পঞ্চায়েত

  

 

মেগালিথিক