মহামতি লেনিন: জন্মদিনে বিপ্লবী শুভেচ্ছা
এ যাবৎকাল দার্শনিকেরা পৃথিবীর শুধু ব্যাখ্যা করে গেছেন কিন্তু আসল কথা হলো পৃথিবীকে বদলানো। মহামতি কার্ল মার্কসের চমকে দেয়া এই উক্তিকে দুনিয়া কাঁপানো দশ দিনের বিপ্লবের মাধ্যমে বাস্তব রূপ দিয়েছিলেন ভ্লাদিমির ইলিচ লেনিন। রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের বিজয় বিশ্ব মানচিত্র দ্রুতই পাল্টে দেয়। পুঁজিবাদের সর্বোচ্চ শিখর সাম্রাজাবাদের প্রবল প্রতিরোধ ভেঙে এশিয়া থেকে আফ্রিকা ও লাতিন আমেরিকার দেশে দেশে উপনিবেশবিরোধী জাতীয় মুক্তি সংগ্রাম ত্বরান্বিত হয়ে পড়ে এবং সুদীর্ঘকাল উপনিবেশিক শোষণে নিষ্পেষিত জাতিগুলো স্বাধিকার সংগ্রামে জয়ী হয়ে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে সক্ষম হয়।
বিদ্যমান শোষণভিত্তিক সমাজের বিপরীতেও যে শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা যায় লেনিন তার জ্বলন্ত ইতিহাস সৃষ্টি করে গেছেন। তাইতো আজো দেশে দেশে তরুণ প্রাণ গেয়ে উঠে, বিপ্লব স্পন্দিত বুকে শোষণমুক্তির গান-লেনিনের নাম থেকে অগ্নিস্ফুলিঙ্গ বুকে টেনে নিয়ে একেকজন হয়ে উঠছে লেনিন। কোথাও নীরবে কোথাওবা সরবে। অন্তবিহীন বয়ে চলা বিপ্লবের ফল্গুধারার নাম লেনিন।
আজ লেনিনের জন্মদিন। শোষণমুক্তির সংগ্রামী ইতিহাসের প্রথম রূপকার মহামতি লেনিনকে জন্মদিনে জানাই বিপ্লবী শুভেচ্ছা।