You are currently viewing বুদ্ধিজীবী হত্যা ও বিজয় দিবস ২০২৪

বুদ্ধিজীবী হত্যা ও বিজয় দিবস ২০২৪

সুধীজন,

সকলকে বিজয় দিবসের শুভেচ্ছা। ত্রিশলক্ষ শহীদের রক্ত ও দুই লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত বিজয়ের এই দিনে আপনাদের সকলকে জানাই প্রাণঢালা অভিনন্দন। আপনারা তাঁদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতার প্রত্যক্ষ বেনিফিসারি। আশা করি আপনারাও শহীদদের স্মৃতিকে সম্ভ্রমের সাথে স্মরণ করবেন।

বাঙালী জাতির বিজয়ের প্রাক্কালে স্বাধীনতাবিরোধী রাজাকার আলবদর আলশামসদের হাতে নৃশংসভাবে নিহিত জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি আমরা গভীর শ্রদ্ধার জ্ঞাপন করছি। 

আমাদের এবারের আয়োজনটি অসুস্থতার কারনে সীমিত পরিধিতে সীমাবদ্ধ রাখতে হয়েছে। আশা করি আগামী সংখ্যাগুলো পূর্ণমাত্রায় প্রকাশিত হবে। 

আমাদের এ সংখ্যা সাজানো হয়েছে নিম্নোক্তভাবেঃ

প্রবন্ধ

চক্রান্তের শিকার মুক্তিযুদ্ধ এবং পদদলিত বিজয় / আলী সিদ্দিকী

গুচ্ছকবিতা

বদরুজ্জামান আলমগীর

আহমদ সায়েম

শিশির আজম

কবিতার একপাতা

ইউসুফ মুহম্মদ/ আলী সিদ্দিকী/ তূয়া নূর/ জিন্নাহ চৌধুরী/ অনন্ত পৃথ্বীরাজ/ জারিফ আলম// আকিব শিকদার/ মহসিন খন্দকার 

মুক্তির রক্তিম বর্ণচ্ছটাঃ কবিতার একপাতা

গল্প

রুখসানা কাজল

 নাহার মনিকা

বিপাশা মন্ডল

জাকিয়া শিমু

নুসরাত সুলতানা

পলি শাহীনা

অনুগল্প

কুমার প্রীতীশ বল

সবাইকে লিংকে ক্লিক করে পাঠ ও শেয়ারের জন্য অনুরোধ করছি। সকলের মঙ্গল কামনা করছি।

******************************