You are currently viewing বিজয়ের গল্পগুচ্ছ আহবান

বিজয়ের গল্পগুচ্ছ আহবান

বিজয়ের গল্পগুচ্ছ আহবান

আমাদের বিজয়ের অনেক গল্পই অব্যক্ত থেকে গেছে। আগামী বিজয়ের মাস হলো মনমানচিত্রের গুচ্ছগল্পের মাস। আমরা মাসব্যাপী গল্পকারদের গুচ্ছগল্প প্রকাশ করবো। প্রত্যেক নির্বাচিত গল্পকারের একগুচ্ছ গল্প ডিসেম্বর ১, ২০২২ থেকে স্বতন্ত্রভাবে প্রকাশ করা হবে। যাদের লেখা আগে আসবে তাদের লেখা আগে প্রকাশ করা হবে।

নিয়মাবলীঃ

১। কমপক্ষে দুই/ তিনটি গল্প পাঠাতে হবে। প্রতিটি গল্পের শব্দ সংখ্যা হবে ১৫০০-২০০০।

২। অপ্রকাশিত গল্প হতে হবে। মনোনীত লেখা ফেরৎ দেয়া হয় না।

৩। অভ্র/ইউনিকোডে টাইপকৃত লেখা নভেম্বর ও ডিসেম্বর মাসে পাঠানো যাবে।

৪। ইমেইলঃ monmanchitra@gmail.com