ফিরে এসো, প্রেম
(বিষ্ণু, তোর জন্যে)
নান্নু মাহবুব
জানালায় শুয়ে আছে দোলনার ছায়া, শিশুকাল।
মনে হয় ঝাঁপ দিই, অন্ধকার অতল মহাকাল, ঐপাশে।
আজ আবার ভালবাসি সবকিছু, ভোরের উজ্জ্বল চাঁদ,
তার পাশে শুয়ে-থাকা সরস্বতী, স্বাতি।
কী ভীষণ ভয় পাই তোকে দেখে, যেন এক মৃত্যুপাখি
দাঁড়িয়ে রয়েছে তবু, নেই।
পৃথিবীতে হাসি নেই।
সবুজ সাবান নেই।
উদ্বেলিত গোপন বুদ্বুদ নেই কোনো।
শিশু নেই।
সন্তাপও চলে গেছে দূরে।
রক্ত এত শাদা হয়!
গল্প এমন চির অচেনার মতো একাকীও হতে পারে!