You are currently viewing দোঁহা – ইউসুফ মুহম্মদ

দোঁহা – ইউসুফ মুহম্মদ

১.

সুরার বাটিতে ক্লান্ত আলজিবের

জলগন্ধী চুমু

প্রার্থনায় নগ্ন হলে,

আমাকে জাগালো কে, সে!

চোখমগ্ন কুয়াশার রঙ

স্পর্শ করার ছলে।

২.

তিনি করলে পুণ্যে ভরা, আমার

বেলায় শূন্য এবং পাপ

ও বালিকা, রঙধনুটা দাও না ছুঁতে,

দূরের মেঘে তাপ।

৩.

জল ছুঁতে চাই- অগ্নিপুরাণ,

আগুন-আলোয় আছে যত কৃষ্টি

আমার ঘরে সঞ্চিত থাক্

অর্ধফোঁটা রক্তিম জল বৃষ্টি।

৪.

কে যে ওড়ায় মেঘের ছায়া রাধার

বাড়ির ঊর্ধ্বে

কানাই এসে ছন্দ-লিলায় আমার

দোঁহায় সুর দে!

৫.

তোমার কাছে আর কিছু নয়

একমুঠো দাবদাহ চেয়েছিলাম

তুমি দিলে বরফ কুচি, উষ্ণধারায়

কার যে ছোঁয়া নিলাম!

৬.

এ কেমন ছাই এ কেমন ধোঁয়া,

বাতাসে ওড়ে না মন্ত্রণা!

অবশেষে জানা হলো এ তোমার

চিতা ভস্ম, পোড়া যন্ত্রণা।

৭.

যেখানে সোমত্ত নদী সেখানেই

জন্মের নতুন বাগান,

মহাজীবনের ডাকে জেগেছে উত্থান

পতনের গান।