দু’টি কবিতা || শর্মিলা বন্দ্যোপাধ্যায়
জল হয়ে এসো
কেন তুমি এলে আজ
আমার এই ফুরোনো সময়ে
এই ভগ্নস্তুপ শহরে
এই মৃত্যু অবেলায়
ভাল করে শুনিনা তোমার কথা
শব্দ ঢেকে দেয় আগ্নেয় আস্ফালন
আর্তনাদ, হাহাকার, রক্তপাতে
কিছুই তো বাকি নেই আর
আকণ্ঠ তৃষ্ণায় জল খুঁজি
যারা ছোঁড়ে আগুনের বোমা
যারা ধুলিসাৎ করে অসহায় শৈশব,
তোমার শহরে তারা জল পায় বুঝি ?
কতদিন আগে চলে যাওয়া তুমি
কেন এসে দাঁড়ালে শিয়রে
আমার এই ধ্বংসস্তুপ শহরে
এলে যদি শান্তি হয়ে এসো
এলে যদি জল হয়ে এসো
ছাদহীন নক্ষত্রময় ঘরে
যেতে যেতে স্বপ্ন নিয়ে যাই
শহরে শহরে যত প্রেম ভালবাসা
সব যেন তুমি হয়ে
জলভরা দুই হাতে কাঁটাতার ভেঙে
অগণিত হয়ে আসে আমার শহরে
আর এক পৃথিবী
আমার পৃথিবীর ওপারে আর এক পৃথিবী
যেখানে আমি যাইনি কখনো
তবু একই সূর্যের আলো একই আকাশের
নীচে সেখানে আর এক আমি
সন্তানের হাত ধরে মৃত্যুর সামনে
জীবনের মতো অসহায়
এখন আর আমি লিখতে পারিনা
এখন আমি সন্তানের হাত ছাড়তে পারিনা।
************************************