You are currently viewing দুইটি কবিতা || হোসাইন কবির

দুইটি কবিতা || হোসাইন কবির

দুইটি কবিতা || হোসাইন কবির

 

নদীর কোরাস
——————–

অসংখ্য নদী শুয়ে আছে সমুদ্রে
রাতের নিবিড় নীরবতায়
মানুষ একা হলে শুনতে পায়
মৃত সব নদীর কান্না, সমবেত কোরাস

 

নস্টালজিয়া
—————–

প্লাবনের রেখা মুছে গেছে বৃষ্টির ক্রন্দনে

ওই তো সড়ক…..চলে গেছে দূরে
ওই তো বাড়ি……ভেতরে চৌচালা ঘর

নিঃসঙ্গ বাতির আলোয় ডুবছে
ডুবে যায় স্মৃতির সাগরে

*********************