You are currently viewing দুইটি কবিতা || হৃদয় লোহানী

দুইটি কবিতা || হৃদয় লোহানী

দুইটি কবিতা || হৃদয় লোহানী

 

ভিতর বাহির ধূম বৃষ্টি 

খুব ঝুম বৃষ্টিতে মুগ্ধ হতে পারি তোমার আর্গল খুলে খুলে
জল ঝাপটায় ঝাকি লাগা মন ও শরীরে
প্রেমরই মত খেলা খেলা চলে ভূতগ্রস্ত প্রকাণ্ড বাড়িটায়
গ্রান্ড পিয়ানোতে বেজে উঠে উত্তেজনার নতুন নতুন সুর
বশীভূত জং ধরা লোহার আচ ঘষে ঘষে মসৃণ

নিঃসঙ্কোচে এই পাপ তোমাকে ছোঁয় – না হয় আমাকে

বাইরে খুব ঝুম বৃষ্টি – দম চাপা আধো অন্ধকারে
কয়েকটা শারীরিক অনুভূতি টের পাচ্ছি – আচ্ছন্নতার উষ্ণতায়
বৃষ্টির ঝাপটা জলে শ্যাওলা ধরা ছাদের ফাটল ঘামে

মেঝেয় শতছিদ্র শতরঞ্জি ঘামে – ডাঁটো শরীর ঘামে
বাইরে খুব ঝুম বৃষ্টি – ঝিরিঝিরি একটানা জলের শব্দ
অমৃত হাহাকার মিঠেলা চিৎকার শীৎকার মিলে মিশে একাকার
ঝুম বৃষ্টি – ধূম বৃষ্টি – ঝুম বৃষ্টি – ঝুম বৃষ্টি

 

দুঃখ পোষা ভালবাসা

 

ও আমার মন পোড়া – পোড়া মানিক
নিশীথকুঞ্জে ঘুঙ্ঘুর গানে – মন কি তোমার উতালা হয়
গহন রাত্রির কৃষ্ণ শরীর শিহরিত লীলায় ভাবের ইশারা
বুঝ গো সোনা!
বুঝ গো সোনা – ঘোর দোর উঠোন আঙিনা
দখিন দুয়ারী সংসার…।

বুঝ সোনা, পরস্পর চেয়ে থাকা ঘোরলাগা সুখদুঃখ
ঘুমন্ত বাসনার আকার ইঙ্গিত – আঙুলের আর্তি
টগবগিয়ে ছোটে – খলবলিয়ে উঠে…
স্বাদে আস্বাদে কেঁপে কেঁপে উঠে জনমের টান…।

বুঝ গো সোনা ,
অযুত যোজন দুর দেশে – ভেজা নিঃশ্বাস অপেক্ষায় থাকে
স্বজনে বিজনে আলিঙ্গনে খোলাশা হবে কবে গো সোনা
কবে কখন যন্ত্রণার অবশেষ বিষ পাতালে নামবে
কোন যাদুগ্রাসে কানায় কানায় পরিপুর্ন হবে
দেহ ভেদ করে প্রণয়ের প্রহর টইটুম্বর…।

বুঝ গো সোনা , এই সাদাসিধে ঘর কন্যার
দুঃখ পোষা ভালাবাসা বড়ই মনপুরা
কবে দেবে ভর দুপুরের ডুব –
কবে নেবো দিয়ে থুয়ে খালি হাতে সুখ
কবে জুড়াবো,
চোখ ভোলানো –মন ভোলানো–প্রান জুড়ানো পাগলামি
কবে পাবো- মিলনে মিথুনে গৃহিণীপনায় বিবিধ অনুভূতি
পরতে পরতে নিখাদ সহানুভূতি …।

ও আমার মন পোড়া – পোড়া মানিক … …

***********************************