দুইটি কবিতা || সন্তর্পণ ভৌমিক
কামকাম্য পুরুষ
কৃতবিদ্য বাতাসের কাছে আসি
যদি পাই বসন্তের শব্দ নীরবতা
অথবা কোকিল আসে এমন নগরে
যেখানে অপেক্ষমাণ বাস্তুবৃক্ষগুলি
মর্মরি, নির্মোহি, পত্রগরবিনী
আমি হায়াহীন মনুষ্য বিশেষ
অভব্য, অভদ্র আর নষ্ট কুরুবীর
সমুদ্রে পাহাড়ে খুঁজি কামী জোনাকি
অথবা আঁধারে ব্যস্ত পতঙ্গগামিনী
বীর্যজ মিশেছে আজ কুলটা সঙ্গমে
আর যে পালিয়ে গেছে সমুদ্র পেরিয়ে
তার সাথে নিরিবিলি আছে লেনদেন।
আমি বন্ধুজন
হৃদয়ে জাগছে কেন দ্বিপদী শ্বাপদ
আদিম উৎসাহে, সচল ও নখর অভিপ্রায়ে
কিবা তার মনোগতি, মনোবাঞ্চা আর
হাতে কেন কূলনাশী জন্মগ্লানি তার
নদীজলে ভ্রম আসে, কলহ তুমুল
কার এত কোলাহলে বিরহী-আগ্রহী
ধীর পায়ে, মেঘে মেঘে হেঁটে যাবে নদীর কিনারে
পলিকূলে শুন্য গৃহ, ছাউনি মহাকাশ
কার সাথে শোব আমি মেঘের দুপুরে
প্রতিপলে, ক্ষণেদণ্ডে, মৃত্যু তার ঘুরে আশেপাশে
অরূপ বাহার নিয়ে বন্ধু তার করে প্রতারণা
অচলা বিভৎসা আসে ছেঁড়া ও খোঁড়া দেহ দেখে
আমি তার ছত্রধারী, বিল্বপত্রজল আর একক ছলনা।
——————————–