You are currently viewing দুইটি কবিতা || সনতোষ বড়ুয়া

দুইটি কবিতা || সনতোষ বড়ুয়া

দুইটি কবিতা || সনতোষ বড়ুয়া

 

তুমি যদি আবার আস

আমি যেতে চেয়ে যেতে পারিনি
তুমি ফিরে গেলে কত সহজেই!

খেয়া ঘাটের নৌকা নিয়ে গেছে নদী
জল ফিরে গেছে ঢেউয়ে ঢেউয়ে।

তুমি কার সাথে ফিরে গেছ?
নৌকা নাকি জলের সাথে?

জলের তলদেশ দেখা হয়নি কখনো
তুমি যদি আবার আস, দেখতে যাব।

০২/২২/২৪

——————

 

অবেলা

অবেলায় ডুবে না সূর্য।
আমি তোমাকে সূর্য ভাবলেই তুমি অবেলায় ডুবে যাও।

সমুদ্রের জোয়ারও অসময়ে ফেরে না
শুধু তুমি ফিরে যাও দক্ষিনে ভাটির টানে।

এবার এতো মেঘ হলো,বৃষ্টি হলো
তুমি একবারও ভিজলে না!
তোমার পরিচর্যায় যে একটি নীল ফুল ফুটেছিল
বাতাস উড়িয়ে নিয়েছে তার পাঁপড়ি,
বাতাস যতটুকু পেয়েছে
তার কিছুই পাইনি আমি।

পৃথিবীর কোন কোলাহল নেই
নির্জন প্রকৃতি পৃথিবীর সংগী আজ!

৫/৯/২৪

*******************************