You are currently viewing দুইটি কবিতা :  কুলসুম আক্তার সুমী

দুইটি কবিতা : কুলসুম আক্তার সুমী

    দুইটি কবিতা

কুলসুম আক্তার সুমী

 

স্বপ্ন_দেখে_যাই…

যেখানে এসে পথ বেঁকে গেছে
শ্লথ হয়ে গেছে গতি,
সেখান থেকেই নতুন পথের শুরু
সেখানেই নতুন শপথ।

যেখানে শুরু ধু ধু মরুভূমি,
শূন্য সম্ভাবনা সবুজের;
সেখান থেকেই অগণন বুনে যাই বীজ
যদি হয় একটাও অঙ্কুরোদগম।

যেখানে জলোচ্ছ্বাসে
টেনে নিয়ে যায় সমস্ত জীবন,
সেখানেও ঠাঁয় বেঁচে থাকি
খড় কুটোর আশায়।

যেখানে নিভে গেছে শেষ আলোকবিন্দু
খোলা পড়ে আছে আঁধারের ধারাপাত,
সেখানেও দেয়াশলাইয়ের কাঠি বুকে লুকিয়ে
স্বপ্ন দেখে যাই নতুন, নতুন।

 

ভুলেও_মনে_রাখি

দূরগামী জাহাজের মতো
ধীরে মিলিয়ে যায় সব…
স্মৃতির পাতা থেকে,
ধুলো জমা খাতা থেকে—
অতি আরাধ্য হৃদয়বোধক সম্পর্ক।

কথা ছিলো প্রজন্মের সম্ভাবনায়
এগুবো একসাথে হাতে হাতে—
প্রতিভা ছড়িয়ে যাবে সমুদ্রের গতিতে,
সীমানা ছাড়িয়ে এপ্রান্ত থেকে ওপ্রান্তে।

ভীষণ বিষণ্ন সন্ধ্যায় মনে পড়ে
স্বপ্ন দেখা, দেখানো সময়;
উচ্ছ্বল উৎফুল্ল সকালেও মনে পড়ে
স্বপ্ন দেখা, দেখানো সময়।

খানিক দূরে সরাতে গিয়ে
জড়িয়ে জড়িয়ে যাই আরো বেশি,
ভুলতে চেয়ে, ভুলেও স্মরণে রাখি অহর্নিশ!

***************************