দুইটি কবিতা || কুলসুম আক্তার সুমী
#উড়ছে_স্বপ্ন
স্তব্ধ বিকেল, মেঘের আনাগোনা,
ক’টা অষ্টাদশী বকুল গাছ,
ঝরা বকুলের বিলাপ
গুটি গুটি পায়ে হেঁটে চলেছে স্বপ্ন,
হাত ধরাধরি করে রাস্তা পার হচ্ছে ভবিষ্যত!
চোখ ধাঁধানো আলো,
স্তুপীকৃত অতীত বিস্মৃতপ্রায়
কেটলিতে জল ফুটছে, চা হবে;
ছুঁয়ে যাবে হৃদয়ের উত্তাপ…
লেবু-আদা-শসা ছোরার নিচে,
উদাস মুখ, প্যাডেলে পা, ঘাম ঝরছে!
মানুষের বিস্টায় পা পড়ে ল্যাংচায় কেউ,
নাক সিঁটকায় ভাগাড়।
কুকুরে-মানুষে কাড়াকাড়ি পাঁচতারকা উচ্ছিষ্টে
মানবিকতার বাণী শোনায়
কর্পোরেট বিলবোর্ড।
বৈদ্যুতিক তারে একটা দাঁড়কাক
পলেস্তারা খসা ভাস্কর্যের বুকে
কনডমের বিজ্ঞাপন।
ঢুলু ঢুলু চে’র চোখে সানি লিওনের উরুসন্ধি,
ক্লিভেজের সুড়ঙ্গে তর্জনির আনাগোনা
গেলাসে ভরপুর লাল, ধমনি সাদা…
মুখ থুবড়ে পড়ে আছে তারছেঁড়া মাইক্রোফোন!
স্তব্ধ বিকেল,
হৃত ধন উদ্ধারে অনুসন্ধানী মন
অক্সিজেন ফ্যাক্টরিতে,
দূরে মেঘ ডাকছে
আড়ালে মুচকি হাসছে দিনান্তের সূর্য,
… আমি উড়ছি।
#তবুও_ভালোবাসি_মানুষ
দূর হতে আকাশ দেখে মনে হয় দিগন্ত কত কাছে,
ছুটে যেতেই সে সরে সরে যায়—সম্পর্কও সেরকমই;
দূর থেকে কত সুন্দর, কত সুমধুর একেকটা স্তর…
কাছে এলেই চোখে পড়ে ভেতরের চোরাগলি।
তবু জীবনে এই সম্পর্ককে অস্বীকার করা যায় না
যদিও কত জনের কাছেই ব্যথা পেয়ে ফিরে আসি,
কারণে অকারণে আবার মানুষের কাছেই ছুটে যাই,
মানুষ বলেই মানুষের জন্য, চোখের জলে ভাসি।
কত রকমের সম্পর্কে জড়িয়েছি একটা জীবনে
বেরিয়ে এসেছি আবার কত কত সম্পর্ক থেকে,
যাপনের গতিপথ কখনো নির্মোহ সমান্তরাল…
কখনো বন্ধুর, কখনো নদীর মত চলে এঁকেবেঁকে।
কখনো শীতের সকালে মায়া রোদের ঝিলিক—
কখনো বা বসন্ত খেলা করে কারো মুখের আদলে,
কখনো দুঃসহ দাবদাহে পুড়ে ছারখার গহন হৃদয়
আবার, কখনো বৃষ্টি নুপুর বাজে তার পায়ের মাদলে।
কখনো ঝলমলে দিনের শেষে ঝড়ের পূর্বাভাস…
আবার দু’চোখে শ্রাবণ ধারা শেষে রঙধনু সুখ,
কখনো বিরহ কাতর দিনের শেষে জোৎস্নাস্নাত রাত;
এত বঞ্চনা, বৈরিতা চারিদিকে তবু দেখি মানুষের মুখ।
৯ সেপ্টেম্বর, ২০২৩
*****************************